Advertisement
Advertisement
Nadia

পারিবারিক অশান্তি! স্ত্রী-দিদিশাশুড়িকে কুপিয়ে ‘খুন’ যুবকের, চাঞ্চল্য নদিয়ার কালীগঞ্জে

অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

A man is accused of murdering his wife in Kaliganj at Nadia

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 8, 2024 2:39 pm
  • Updated:November 8, 2024 3:37 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: ধারাল অস্ত্রের কোপে স্ত্রী ও দিদাশাশুড়িকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কালীগঞ্জ থানার পলাশি স্টেশন পাড়া এলাকায়। আহতদের চিৎকার শুনে ফাঁড়িতে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মৃত তরুণীর নাম রিয়া হালদার। বয়স ২২ বছর। মৃত রিয়ার দিদা ৬২ বছরের সারথি হালদার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তরুণীর স্বামী দীনেশ হালদার কুপিয়ে খুন করে। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

তবে সূত্র মারফত জানা গিয়েছে, কয়েক মাস আগে রিয়ার সঙ্গে বিয়ে হয় দীনেশের। কিন্তু তাঁদের বনিবনা হচ্ছিল না বলেই খবর। রিয়া কর্মসূত্রে বাইরেও চলে যান। দিনকয়েক আগে বাড়ি এসেছিলেন।

গতকাল রাতে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে পলাশীপাড়া এলাকায় দিদিশাশুড়ির বাড়িতে যায় অভিযুক্ত। সেখানেই ছিলেন রিয়া। এর পরই ধারাল অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের এক আত্মীয় বলেন, “ঘটনার খবর শুনে এসেছি। কী কারণে এই কাণ্ড কিছুই জানি না।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement