ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ট্রাকের চাকায় পিষে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার রবিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। ঘাতক ট্রাকের চালকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় বিক্ষোভে শামিল হন স্থানীয়রা। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, রবিবার সকালে বারাসত থেকে বনগাঁর দিকে যাচ্ছিল ওই ঘাতক ট্রাকটি। সাইকেলে পাশ দিয়েই যাচ্ছিলেন বছর ৪২-এর সইফুল মোল্লা। আচমকাই ট্রাকে ধাক্কা লাগায় ট্রাকটির পিছনের চাকার নিচে পড়ে যান ওই ব্যক্তি। চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফুলের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘাতক ট্রাকটিকে আটকে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দাবি জানান ক্ষতিপূরণের। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনে অভিযুক্ত চালকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.