Advertisement
Advertisement
Katwa

পরনে মলিন পোশাক, পেটে খিদে, মুখ ঢেকে শিল্পকর্মে রাস্তা সাজাচ্ছেন ভবঘুরে প্রৌঢ়

কে এই প্রৌঢ়?

A man creates stunning painting on road in Katwa | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 9, 2023 8:01 pm
  • Updated:March 9, 2023 8:01 pm  

ধীমান রায়, কাটোয়া: পায়ে জুতো নেই। পরনে মলিন পোশাক। মাথায় চাপানো ভাঁজ করা গামছা। মুখে মাস্ক। এভাবেই পূ্র্ব বর্ধমানের কাটোয়া (Katwa) শহরের রাস্তা জুড়ে ছবি একে চলছেন এক শিল্পী। উপকরণ ইটের টুকরো, কাঠকয়লা আর সাদা চক। কিন্তু রাস্তা জুড়ে এই শিল্পকর্ম কেন? কে এই শিল্পী?

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের স্টেশন রোডে দেখা যায় ওই অজ্ঞাতপরিচয় পথশিল্পীকে। কী নাম আপনার? কোথায় বাড়ি? কেনই বা আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন? অনেকেই প্রশ্ন করছেন তাঁকে। কিন্তু তিনি কিছুই বলতে চান না। শুধুমাত্র তার আঁকা ছবির পাশে লিখে দিয়েছেন কিছু আরজি। লিখেছেন, “পথ চলতে খাওয়া-দাওয়ায় খুব সমস্যা। যদি কারও মন চায় কিছু সাহায্য করতে পারেন।” নিচে লেখা, ”বাড়ি মেদিনীপুর।” পাশাপাশি তিনি সতর্কবার্তাও দিয়েছেন। লিখেছেন, “তামাশা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে অভিশাপ দেব।”

Advertisement

[আরও পড়ুন: ‘ঔদ্ধত্য ছাড়ুন, আপনারা আর জাতীয় দল নন’, ইডির জেরার আগে কংগ্রেসকে তোপ KCR কন্যার]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই শিল্পীর ছবিতে কারও নজরই যায়নি। ওই ব্যক্তি একটি প্যাকেট হাতে নিয়ে স্টেশনরোডে বসে বসে ছবি আঁকতে শুরু করেন। তাঁর হাতের টান দেখেই পথচারীদের নজর যায়। তাঁরা অনেক চেষ্টা করেন ওই প্রৌঢ়ের পরিচয় জানার। কিন্তু তিনি কিছুতেই মুখ খুলতে রাজি নন। কারও কাছে হাতও পাতছেন না। স্থানীয়দের একাংশের দাবি, ওই প্রৌঢ় শিল্পীকে রাস্তায় ফেলে দেওয়া উচ্ছ্বিষ্ট খাবার খেতেও দু-একজন দেখেছেন। 

[আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement