Advertisement
Advertisement
corona

কয়েকদিন ধরে জ্বর, করোনা সংক্রমণের আতঙ্কে আত্মঘাতী দিনমজুর

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে।

A man commits suicide in Durgapur's andal on thursday
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 26, 2020 6:22 pm
  • Updated:March 26, 2020 6:22 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: করোনা হয়েছে, এই আতঙ্কেই আত্মঘাতী হলেন এক দিনমজুর। জানা গিয়েছে, কদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। আর তাতেই করোনা সংক্রমণের আশঙ্কা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে।

অন্ডালের উখড়ার মাঝপাড়ার বাসিন্দা হাবুল বাউরি (৪০)। দিন তিনেক ধরে জ্বরে ভুগছিলেন তিনি। করোনার উপসর্গ এই জ্বর এই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন পেশায় রাজমিস্ত্রি হাবুল। সকলের থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করে তিনি। এলাকার একটি বন্ধ ক্লাবে রাত্রিবাস শুরু করেন। বুধবার পঞ্চায়েতের তরফে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ গিয়ে তাকে ঘরেই আলাদা থাকতে বলেন। নির্দেশ মেনে রাতে ঘরে ফিরে যান তিনি। বৃহস্পতিবার সকালে ঘরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্ক, পুণে থেকে আনা যুবকের দেহ সৎকারে বাধা কাঁথিতে]

মৃত হাবুলের শ্বশুর সামন্ত বাউরি জানান, ‘‘বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল জামাইয়ের। তারপর থেকেই সে ক্লাবে আশ্রয় নেয়। কাল ঘরে ফিরেছিল সে। তারপরই আত্মহত্যা করে জামাই।” অন্ডাল ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার হাবুল বাউরি উখড়া-খাঁদরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাও করাতে যান। সেখানে তাকে পরীক্ষা করে মরশুম পরিবর্তনের জ্বর বলে সাধারন ওষুধ দেওয়া হয়। অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা জানান, “সাধারণ জ্বর হয়েছিল। করোনার বাকি উপসর্গও ছিলনা। অন্ডাল ব্লকে দুশো জনকে পরীক্ষা করে এখনও কিছুই পাওয়া যায়নি। তবুও ওই মৃতের পরিবারেরও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।”

[আরও পড়ুন: আটকে পড়া বাংলার শ্রমিকদের সাহায্যের আবেদন, ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement