Advertisement
Advertisement

Breaking News

করোনা

মেলেনি অ্যাম্বুল্যান্স, করোনা উপসর্গযুক্ত মাকে বাইকে বেঁধে হাসপাতালে কোলাঘাটের যুবক

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

A man bring his mother to hospital by bike in East Midnapore's Panshkura
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 13, 2020 1:59 pm
  • Updated:July 13, 2020 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমানবিকতার নজির এবার পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পাঁশকুড়ায় (Panshkura)। করোনা ( Corona Virus) উপসর্গযুক্ত মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি অ্যাম্বুল্যান্স, বাধ্য হয়ে বৃদ্ধাকে বাইকে বসিয়ে গামছা দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে গেলেন যুবক। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েত বাসিন্দা ওই বৃদ্ধা। তাঁর বড় ছেলে ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত। কোয়ারেন্টাইনে পরিবারের বাকি সদস্যরাও। এই পরিস্থিতিতে কয়েকদিন ধরেই করোনার উপসর্গ দেখা দেয় বৃদ্ধারও। তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় শুক্রবার সকালে মাকে কোলাঘাটের পাইকপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধার ছোট ছেলে। চিকিৎসক তখনই তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে ভরতি করতে বলে। এখানেই সমস্যার সূত্রপাত। বৃদ্ধার ছেলের কথায়, একাধিকভাবেও চেষ্টা করেও করোনা উপসর্গযুক্ত মায়ের জন্য কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে পারেননি তিনি। ক্রমশ অবস্থার অবনতি শুরু করে বৃদ্ধার। কী করবেন বুঝে উঠতে না পেরে অবশেষে বাইকেই মাকে নিয়ে পাঁশকুড়া হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো মাকে গামছা দিয়ে বেঁধে নেন বাইকে। সেভাবেই পৌঁছে যান হাসপাতালে।

Advertisement

corona

[আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় মৃত মা, গর্ভ থেকে ছিটকে পড়েও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ল ন’মাসের ভ্রূণ]

ঘটনার প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। পালটা বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এ প্রসঙ্গে কোলাঘাটের বিডিও মদন মণ্ডল সাফাই দিয়ে বলেন, দুর্ঘটনায় করোনারোগী বহনকারী অ্যাম্বুল্যান্সটি নষ্ট হয়ে গিয়েছে। তাই এই সমস্যা। তবে দ্রুতই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

[আরও পড়ুন: ‘ময়নাতদন্তের আগেই আত্মহত্যার তত্ত্ব’, বিধায়কের মৃত্যুর তদন্তে পুলিশের ভূমিকায় সন্দেহ রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement