Advertisement
Advertisement
গণপিটুনি

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আটক ১

মারধরের কারণ নিয়ে ধন্দে পুলিশ।

A man beaten to death by mob in Howrah's salkiya

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2019 11:56 am
  • Updated:October 13, 2019 11:56 am  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। এবার ঘটনাস্থল হাওড়ার সালকিয়া। জানা গিয়েছে, এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখেই চোর সন্দেহে ওই যুবককে বেঁধে রেখে মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ১ জনকে আটক করা হয়েছে।

[আরও পড়ুন: জিয়াগঞ্জ কাণ্ডের দায় মুখ্যমন্ত্রীর, ধরনামঞ্চ থেকে আক্রমণ দিলীপ ঘোষের]

রবিবার সকালে মালি পাঁচঘড়া থানায় খবর যায়, জানানো হয় বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি জিটি রোডের পাশে মাঠে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দেহ উদ্ধারের পরই তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশের তরফে জানানো হয়, ৫ থেকে ৬ জন ওই ব্যক্তিকে গাঁছের সঙ্গে বেধড়ক মারধর করে। মারধরের জেরেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকি অভিযুক্তদের হদিশ মিলবে বলে আশাবাদী পুলিশ। তবে এখনও মৃতের পরিচয় জানা যায়নি বলেই সূত্রের খবর। মৃতের পরিচয় সন্ধানের চেষ্টায় পুলিশ।

Advertisement

কিন্তু সত্যিই কী চোর সন্দেহেই গণপিটুনির ঘটনা? পুলিশের তরফে জানানো হয়েছে, যে জায়গা থেকে ওই ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে, তার পাশেই একটি গুদাম রয়েছে। বহু লোক সেখানে মালপত্র রাখতে আসেন। অনুমান, সেখানে জিনিস রাখতে গিয়ে হয়তো অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন নিহত ব্যক্তি। সেই ঘটনার জেরেও গণপিটুনির ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ ওয়াই রঘুবংশী জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ১ জনকে আটক করা হয়েছে। কিছুদিন আগেই গণপিটুনি রোধে বিল পাশ হয়েছে। কিন্তু তারপরও বদলাচ্ছে না পরিস্থিতি, ক্রমাগত ঘটে চলেছে একই ঘটনা।  

[আরও পড়ুন: ‘কীভাবে গোটা ব্যাপারটা সামলান?’, কার্নিভাল দেখে মমতাকে প্রশ্ন মুগ্ধ রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement