ছবি: প্রতীকী
শাহজাদ হোসেন, ফরাক্কা: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জের। নিজের ভাইকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মুন্তাজ আলি মুনিম (২৫)। মুন্তাজকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তাঁর দাদা হজরত শেখকে আটক করেছে। বড় দাদা হজরতের বিভিন্ন কাজে অসন্তুষ্ট থাকায় তাঁর বাবা নুর ইসলাম ছেলেকে পারিবারিক সম্পত্তি দিতে নারাজ ছিলেন। নুর ইসলাম সম্প্রতি পরিকল্পনা করেছিলেন তাঁর যাবতীয় স্থাবর–অস্থাবর সম্পত্তি ছোট ছেলে মুন্তাজ আলিকে দিয়ে দেওয়ার। সম্পত্তিগত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মুন্তাজ এবং হজরতের মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল।
বৃহস্পতিবার রাতে মুন্তাজ নিজের ঘরে ঘুমোচ্ছিল। সেই সময় হজরত একটি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ঘরে ঢুকে গলা কেটে খুন করে বলেই অভিযোগ। শুক্রবার সকালে পরিবারের লোকেরা মুন্তাজের রক্তাক্ত দেহ ঘর থেকে উদ্ধার করে। ইতিমধ্যেই পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে হজরতকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.