Advertisement
Advertisement

Breaking News

A man allegedly killed his wife in Ranaghat

পরপুরুষে মজেছেন স্ত্রী! সন্দেহের বশে বছরদুয়েকের সন্তানের সামনেই গৃহবধূকে ‘খুন’ স্বামীর

ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে স্বামী।

A man allegedly killed his wife in Ranaghat । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 7, 2022 1:40 pm
  • Updated:May 7, 2022 1:40 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বছরদুয়েকের সন্তানের সামনেই স্ত্রীকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ। স্ত্রীকে খুন করল ওই গৃহবধূর স্বামী। নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙার ঘটনা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। চলছে জোর জিজ্ঞাসাবাদ।

বেশ কয়েক বছর আগে নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙার বাসিন্দা সঞ্জীব দাসের সঙ্গে বিয়ে হয় অলোকার। বছর দুয়েকের একটি সন্তানও হয়েছে দু’জনের। সম্প্রতি সঞ্জীব সন্দেহ করতে শুরু করেন অলোকা পরপুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত।

Advertisement

[আরও পড়ুন: সৌরভের বাড়িতে ‘শাহী’ নৈশভোজ নিয়ে জোর তরজা, খোঁচা দিলীপের, পালটা দিলেন কুণালও]

শুক্রবারও দু’জনের মধ্যে অশান্তি হয়। মধ্যরাতে বছর দুয়েকের সন্তানকে পাশে নিয়ে ঘুমোচ্ছিলেন অলোকা। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে সঞ্জীব তাঁকে কোপাতে থাকে বলে অভিযোগ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন বছর সাতাশের গৃহবধূ। প্রতিবেশীরা ঘুমঘোরে আর্তনাদ শুনতে পান। দৌড়ে আসেন তাঁরা। প্রতিবেশীরা দেখেন, অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন অলোকা। গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে তাঁর।

প্রতিবেশীরাই রানাঘাট থানায় বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠানো হয় দেহটি। গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। দফায় দফায় অভিযুক্তকে জেরা করছে পুলিশ। 

[আরও পড়ুন: হিন্দুদের পবিত্র বট গাছে উঠে নগ্ন ফটোশুট! সরকারের রোষের মুখে রুশ দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement