Advertisement
Advertisement
Gopalnagar

স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের জালে স্ত্রী

দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে বলেই দাবি অভিযুক্ত স্ত্রীর।

A man allegedly killed by wife in Gopalnagar | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 21, 2023 6:09 pm
  • Updated:August 21, 2023 6:11 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর (Gopalnagar) থানার নহাটা তেঘোড়িয়াপোতা এলাকায়। মৃত ব্যক্তির নাম আসাদুল মণ্ডল। পুলিশের জালে স্ত্রীর রূপা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত রূপা মণ্ডলের সঙ্গে আসাদুলের বিয়ে হয় বছর দুই আগে। রূপা মুম্বইয়ে কাজ করত৷ সেখানেই পরিচয়। এরপরই আসাদুল রূপাকে বিয়ে করে নিয়ে যায় নহাটার বাড়িতে। জানা গিয়েছে, মৃত আসাদুল প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। এরই মাঝে রহস্যজনকভাবে মৃত্যু হয় আসাদুলের। পরিবারের দাবি, স্ত্রী শ্বাসরোধ করে খুন করেছে আসাদুলকে। বধূর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়েরও হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফিটন থেকে টোটো, এক শতকের ইতিহাসের সাক্ষী চুঁচুড়ার ‘ঘড়ির মোড়ে’র ঐতিহ্যবাহী ঘড়ি]

তবে অভিযুক্ত রূপা মণ্ডলের দাবি, রাতে ইলেকট্রিকের তার জড়িয়ে যায় আসাদুলের গায়ে। পাশে কেরোসিন তেল ছিল। কোনওভাবে সেখান থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে৷ পুড়ে যায় আসাদুল। আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়েই পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। গ্রেপ্তার করা হয়েছে মৃতের স্ত্রীকে।

[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের, এলাকায় তুমুল চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement