Advertisement
Advertisement

Breaking News

Malda

মোষ নিয়ে বিবাদ, মালদহে প্রতিবেশীর হাতে ‘খুন’ প্রৌঢ়

ঘটনার তদন্তে রতুয়া থানার পুলিশ।

A man allegedly killed by neighbour in Malda | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 1, 2023 10:18 am
  • Updated:December 1, 2023 10:18 am  

বাবুল হক, মালদহ: মোষ নিয়ে বিবাদের জের। প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) রতুয়ার বাজিতপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, মালদহের রতুয়ার বাজিতপুরের বদনটোলার বাসিন্দা দেবনারায়ণ যাদব। বৃহস্পতিবার রাতে বাড়িতে মোষ ঢোকা নিয়ে প্রতিবেশী দিগন যাদবের সঙ্গে অশান্তি বাঁধে তাঁর। ক্রমেই তা চরম আকার নেয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে দেবনারায়ণের উপর চড়াও হন দিগন, শ্যামবিহারী ও সদানন্দ যাদব। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

Advertisement

[আরও পড়ুন: খাতায়-কলমে রয়েছে আবাস যোজনার বাড়ি, আদতে নেই কিছুই! ‘ভূতুড়ে’ কাণ্ড তেহট্টে]

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। স্রেফ মোষ নিয়ে বিবাদের জেরে এই খুন, নাকি নেপথ্যে লুকিয়ে অন্যরহস্য তা জানার চেষ্টা করছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: বর্ধমান পুলিশের সাফল্য! অপহরণের পর সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement