Advertisement
Advertisement
খুন

১০ টাকা না অন্য কোনও কারণ? বন্ধুকে হাতুড়ি মেরে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত৷

A man allegedly killed by his friend in salar police staion area
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 14, 2019 3:11 pm
  • Updated:July 14, 2019 3:11 pm  

ধীমান রায়, কাটোয়া: বন্ধুর দাবি মতো ১০ টাকা দিতে না পারায় ভয়ংকর পরিণতি হল এক গ্রিল ব্যবসায়ীর। টাকা না পেয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম রেজাউল খান। ইতিমধ্যেই মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইউনিস শেখকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের সালার থানার পুলিশ। তবে স্রেফ ১০ টাকার জন্যই খুন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

[আরও পড়ুন: রথের মেলা দেখাতে যাওয়ার নাম করে স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী]

জানা গিয়েছে, মুর্শিদাবাদের হাটপিলখুণ্ডি গ্রামের বাসিন্দা রেজাউল খান। গ্রামেই তাঁর একটি গ্রিলের দোকান রয়েছে। এলাকারই বাসিন্দা ইউনিস শেখের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ওই ব্যবসায়ীর। প্রায়দিনই রেজাউলের দোকানে গিয়ে তাঁর থেকে টাকা নিত ওই যুবক। সেরকমই রবিবার সকালেও রেজাউলের দোকানে যায় ইউনিস। বন্ধুর কাছে দশ টাকা চায় সে। কিন্তু সেই সময়ে দোকানে বেশ কয়েকজন ক্রেতা ছিলেন। সেই কারণে রেজাউল ইউনিসকে তখনকার মতো দোকান থেকে চলে যেতে বলেন৷ এও বলেন, ইউনিস যেন কিছুক্ষণ পরে দোকানে যান৷ এতেই রাগে ফুঁসতে থাকে ইউনিস।

Advertisement

এরপর আচমকা দোকানে ঢুকে লোহার ভারী হাতুড়ি দিয়ে বন্ধুর মাথায় আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রেজাউল। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে সালার থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হরিপাল, কাঠগড়ায় পুলিশ ও প্রশাসন]

মৃতের কাকা জানিয়েছেন,”প্রায়দিনই ইউনিস রেজাউলের দোকানে আসত। চা-বিস্কুট খাওয়ার জন্য টাকাও চাইত। বন্ধু বেকার হওয়ায় রেজাউল টাকা দিতও।” তবে খুনের পিছনে কারণ কি শুধুই ১০ টাকা? নাকি অন্য কোনও রহস্যও রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের পরিবার, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement