তারক চক্রবর্তী, শিলিগুড়ি: অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতী হামলা। মারধরে ব্যক্তির মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নকশালবাড়ি। রাগে দুটি বাড়িতে আগুন আদিবাসীদের। ঘটনাস্থলে পুলিশ-প্রশাসন।
ঘটনার সূত্রপাত সোমবার। ওইদিন নকশালবাড়ির বিজয়নগর চা বাগানের সুধীর নাগাশিয়া অসুস্থ চার বছরের ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই সুধীরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। ক্ষোভে ফেটে পড়েন আদিবাসীরা। এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তাঁরা। একের পর এক জ্বালানো হয় টায়ার। আগুন ধরিয়ে দেওয়া হয় দুটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এদিকে বিক্ষুব্ধদের অভিযোগ, এলাকায় মদের দোকানের কারণেই দুষ্কৃতীদের এত উপদ্রব। ঘটনাস্থলে গিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ও সহ-সভাধিপতি তথা আদিবাসী নেত্রী রোমা রেশম একতা। এলাকার সমস্ত আদিবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.