দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রাকৃতিক দুর্যোগে এলাকার খবর আরও দ্রুত অন্যত্র পৌঁছে দিতে শুরু হল বেসরকারি রেডিও স্টেশন তৈরির কাজ। সুন্দরবনে এটাই প্রথম বেসরকারি রেডিও স্টেশন। যদিও ইতিমধ্যেই এই হ্যাম রেডিও সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
সোমবার গোসাবার চন্ডিপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল হ্যাম রেডিও। আর এই হ্যাম রেডিও কাজ শুরু করায় এলাকার মানুষের প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ রাখতে যথেষ্ট সুবিধা হবে, এমন দাবি করছেন বেসরকারি ভাবে তৈরি হওয়া এই রেডিও স্টেশনের কর্মীরা। সিভিল ডিফেন্সের কর্মী দেবব্রত মণ্ডল বেশ কয়েক মাস আগেই হ্যাম রেডিও সংক্রান্ত প্রয়োজনীয় ট্রেনিং নেন। তারপর শুরু হয় হ্যাম রেডিও স্টেশন তৈরি পরিকল্পনা। চন্ডিপুরে নিজের বাড়িতে এই হ্যাম রেডিও সফলভাবে কাজ শুরু করেন সোমবার।
কলকাতা থেকে কয়েকজন বিশেষজ্ঞ গিয়ে রেডিও স্টেশনটিকে প্রযুক্তিগতভাবে সঠিকভাবে তৈরি করে দেন। এই রেডিও স্টেশন তৈরি করার জন্য কেন্দ্র সরকারের যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে তাদেরকে লাইসেন্স ও প্রদান করা হয়। তার আগে এই সমস্ত সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্নভাবে ট্রেনিং প্রাপ্ত করা হয়। আর্থিকভাবে এই রেডিও স্টেশনটি তৈরি করতে যা টাকার প্রয়োজন তা না থাকায় বেশ কিছুদিন দেরি হয় সিভিল ডিফেন্স ওই কর্মী। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং হ্যামরেডিও ক্লাবের সদস্যদের উদ্যোগেই পরবর্তীতে এই রেডিও স্টেশন টি তৈরি করা সম্পন্ন হল।
এ বিষয়ে হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, “এই এলাকায় যে কোনও রকম প্রাকৃতিক দুর্যোগ হলেন জেলার বিভিন্ন প্রান্তে খবর পেতে সমস্যা হয়ে যায়। কারণ, টেলিযোগাযোগ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। আর তার ফলেই বিভিন্ন এলাকায় অস্থায়ী রেজিস্ট্রেশন তৈরি করতে হয়। এবার যে কোনওরকম প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রেজিস্ট্রেশন থেকেই দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে বিভিন্ন এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.