বাবুল হক, মালদহ: মালদহের (Malda) তুলো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পুড়ে ছাই কারখানার বেশিরভাগ জিনিস ও কারখানা সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টায় দমকল।
মালদহের মানিকচকের এই তুলো কারখানার মালিক মহম্মদ রাজু। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎই কারখানা থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। এদিকে দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই কারখানার আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি বাড়িতে। কোনওক্রমে বাসিন্দারা সেখান থেকে বের হতে পারলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িগুলি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের কর্মীরা। আতঙ্কে কাঁটা স্থানীয়রা। ঘিঞ্জি এলাকায় ওই কারখানা, ফলে দ্রুত আগুন আয়ত্তে না এলে আরও বেশি পরিমাণ বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমকিভাব মনে করা হচ্ছে, শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে এ বিষয়ে দমকলের তরফে কিছু জানানো হয়নি। আগুন নিয়ন্ত্রণে না এলে কারণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। পাশাপাশি ওই কারখানার লাইসেন্স ছিল কি না, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলেই দমকল কর্মী সূত্রে খবর। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে তুলো কারখানার মালিক। স্থানীয়দের অনুমান, কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.