Advertisement
Advertisement

চা বাগানে ফের উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

চিতাবাঘের নিথর দেহে মিলেছে রক্তের দাগ৷

A Leopard's body recovered in Malbazar
Published by: Sayani Sen
  • Posted:January 19, 2019 7:26 pm
  • Updated:January 19, 2019 7:44 pm  

অরূপ বসাক, মালবাজার: এলাকা দখলের লড়াইতে হার মেনে মৃত্যু, নাকি স্থানীয়দের হাতে খুন চিতাবাঘ? শনিবার সকালে মালবাজারের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় এমনই নানা প্রশ্নের ভিড়৷ বনকর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন৷ যে এলাকা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে, সেখানে মিলেছে রক্তের দাগ৷ তাই চিতাবাঘের মৃত্যু যে স্বাভাবিক নয়, তা মোটের ওপর স্পষ্ট বনদপ্তরের কাছে৷ তবে মৃত্যুর প্রকৃত কারণের খোঁজে বনাধিকারিকরা৷

[এনআরএসের পর এবার কোচবিহার, উদ্ধার ৫টি সারমেয় শাবকের দেহ]

গত ডিসেম্বর থেকে বারবারই শিরোনামে উঠে এসেছে চিতাবাঘ৷ চা বাগানে কখনও শিশু, আবার কখনও বয়স্কদের উপর চিতাবাঘ হামলা চালিয়েছে৷ আবার কখনও উদ্ধার হয়েছে চিতাবাঘের নিথর দেহ৷ সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক চিতাবাঘের মৃত্যু৷ এবার ঘটনাস্থল মালবাজারের মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনের ১৬ নম্বর সেকশন৷ শনিবার সকালে ওই এলাকায় চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেই শোরগোল পড়ে যায়৷ বনকর্মীদের কানে চিতাবাঘের মৃত্যুর খবর পৌঁছতে বেশি সময় লাগেনি৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা৷ চিতাবাঘের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধন্দে বনাধিকারিকরা৷

Advertisement

[পাহাড়ের চিড়িয়াখানায় বিদেশি অতিথি, সুদূর জার্মানি থেকে আসছে ৫টি মিশমি টাকিন]

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় আরও একটি চিতাবাঘ রয়েছে৷ দু-একদিন ধরে নাকি দু’টি চিতাবাঘের মধ্যে চলছিল এলাকা দখলের লড়াই৷ সেই লড়াইয়ের ফলেই নাকি প্রাণহানি হয়েছে অপেক্ষাকৃত ‘দুর্বল’ চিতাবাঘটির৷ যদিও এলাকাবাসীর কথা কোনও প্রমাণ ছাড়া মানতে নারাজ বনাধিকারিকরা৷ সম্প্রতি এই এলাকার বাসিন্দারা বনদপ্তরে চিতাবাঘের আনাগোনার কথা জানিয়েছিলেন৷ খাঁচা পেতে চিতাবাঘ ধরার চেষ্টাও চলছিল৷ চিতাবাঘের মৃত্যুর নেপথ্যে স্থানীয় বাসিন্দাদের কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন বনকর্মীরা৷ যে এলাকা থেকে চিতাবাঘটির দেহ উদ্ধার হয়েছে, ওই এলাকায় রক্তের দাগও মিলেছে৷ তাই এই আশঙ্কা আরও বেশি করে মাথা চাড়া দিয়েছে৷
এদিকে, চিতাবাঘের তাণ্ডবও অব্যাহত৷ বড়দিঘি চা বাগানের ১৫ নম্বর সেকশনে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন একজন৷ জখম তারসেন ভূমিজ মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি রয়েছেন৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement