উদ্ধার হওয়া গাঁজা।
রঞ্জন মহাপাত্র, কাঁথি: নির্বাচনী আবহে ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। তরমুজ ভর্তি পিকআপ ভ্যান থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল এগরায় থানার পুলিশ (Egra Police)। নাকা চেকিংয়ের সময় তরমুজ ভর্তি গাড়িটি দেখে দাঁড় করান পুলিশ কর্তারা। গাড়ি থেকে ৫১টি গাঁজার (Ganja) প্যাকেটে প্রায় এক কুইন্টাল দুই কিলো গাঁজা উদ্ধার হয়েছে পূর্ব মেদিনীপুরের (purba medinipur) আলংগিরিতে।
এগরা থানার আলংগিরি এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। পুলিশের কাছে আগে থেকেই খবর থাকায় পিকআপ ভ্যানটিকে আটকায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরমুজের আড়ালে গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে। গাঁজা পাচারে অভিযুক্ত গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে গাঁজা পাচার করে পূর্ব মেদিনীপুরের এগরার এলাকায় নিয়ে আসা হচ্ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এগরা মহকুমা শাসক মণজিৎ কুমার যাদব। বিষয়টি খতিয়ে দেখেন তিনি। পুলিশের প্রংশসা করে তিনি জানিয়েছেন, এটা পুলিশ-প্রশাসনের বড়সড় সাফল্য।
এর আগেও একই এলাকা থেকে বহুবার গাঁজা উদ্ধার করেছিল এগরা থানা। বার বার একই এলাকা থেকে গাঁজা উদ্ধারে সেই সময় প্রশ্ন উঠেছিল এই এলাকা কি গাঁজা পাচারের করিডর হয়ে উঠছে? লোকসভা ভোটের মুখে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারে ফের সেই প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.