রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগামী সপ্তাহে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন। স্বাভাবিকভাবেই সৈকতশহরজুড়ে এখন সাজসাজ রব। এই পরিস্থিতিতে রবিবার দিঘার নবনির্মিত ঘাটে ভেসে এল কাঠের জগন্নাথ মূর্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রবল শোরগোল এলাকায়। মূর্তিটি দেখতে ঘাটে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
দিঘায় জগন্নাথধাম ঘিরে সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২৯ এপ্রিল হবে যজ্ঞ। তার পরেরদিন অর্থাৎ ৩০ এপ্রিল মন্দির উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগেই একঝলক মন্দির দর্শনে দিঘায় পর্যটকদের ভিড়। এরই মাঝে রবিবার দিঘার নবনির্মিত জগন্নাথ ঘাটের কাছে অদ্ভুক কাণ্ড। আচমকা ঢেউয়ের সঙ্গে সমুদ্রের তীরে ভেসে আসে সাদা রঙের কাঠের এক জগন্নাথ মূর্তি। সমুদ্র স্নানের ফাঁকে পর্যটকরাই প্রথম এই মূর্তিটি দেখতে পান। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপর পর্যটকরাই মূর্তিটি ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এল এই মূর্তি, সেই উত্তর অজানা। তবে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আগামী ২৭ তারিখ দিঘায় (Digha) যাবেন বলে খবর। ২৮ তারিখে তিনি ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর আলোচনা হবে। ২৯ এপ্রিল হবে যজ্ঞ। ৩০ এপ্রিল মন্দির উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিঘার সমস্ত সরকারি হোটেল, গেস্ট হাউস বুকিং করা হয়েছে প্রশাসনের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.