Advertisement
Advertisement

Breaking News

আবহাওয়া

ফের পশ্চিমী ঝঞ্ঝার জের, আগামী ২৪ ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি

অবশ্যই ছাতা রাখুন সঙ্গে।

A heavy rain will occure within 24 hours in West Bengal:Weather Forecast
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 15, 2020 12:09 pm
  • Updated:March 15, 2020 1:05 pm  

নব্যেন্দু হাজরা: বসন্তেই গ্রীষ্মের দাপট। চলতি সপ্তাহের প্রথম থেকেই চড়তে শুরু করেছে উষ্ণতার পারদ। তবে সেই পারদ নামাতে সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় শীত, গ্রীষ্ম, বর্ষা সব মিলেমিশে একাকার। বসন্তের দিনে বেলা বাড়তেই দুপুরে যেমন রোদের তাপে নাজেহাল হচ্ছেন রাজ্যবাসী, তেমনই কোথাও রাতের দিকে বৃষ্টি বা শীতল পূবালি হাওয়ায় তাপমাত্রা কমছে ধীরে ধীরে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে সপ্তাহের প্রথমে না হলেও সপ্তাহান্তে রাজ্যবাসীকে স্বস্তি দিতে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আকাশ ঢাকতে পারে কালো মেঘে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। সোমবার ও হালকা বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার  পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সিকিম-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সোমবারেও মুখ ভার থাকবে আকাশের। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্ক: সোশ্যাল মিডিয়ায় তারাপীঠ মন্দির বন্ধের গুজব, পুলিশের দ্বারস্থ কমিটি]

শনিবার রাত থেকেই ঝোড়ো ঠান্ডা হাওয়ার জেরে কলকাতার তাপমাত্রা নামল ৫ ডিগ্রি, যা স্বাভাবিকের নিচে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ। ঝোড়ো হাওয়া বইলেও শনিবার গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি।

[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও জনসংযোগে তৃণমূল! পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের জন্যও বিশেষ ব্যবস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement