Advertisement
Advertisement

Breaking News

ভোট্টু

‘নির্ভয়ে ভোট দিন’, ম্যাসকট ভোট্টুর মুখোশ পরে প্রচারে কন্যাশ্রীরা

বিভিন্ন কলেজে ঘুরে নতুন ভোটারদেরও উৎসাহিত করা হয়৷

A group of woman arrange rally to encourage new voter
Published by: Sayani Sen
  • Posted:March 29, 2019 8:08 pm
  • Updated:April 17, 2019 4:18 pm  

সৌরভ মাজি, বর্ধমান: সবাই নির্ভয়ে ভোট দিন৷ ভোট্টুর আবেদনে সাড়া দিয়ে পথে নামলেন অনেকেই। তার মুখোশ পরে পূর্ব বর্ধমানের মেমারির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্ভয়ে ভোট দেওয়ার আরজি জানালেন তাঁরা। বিশেষভাবে সক্ষম ভোটাররা ভোট্টুর মুখোশ পরে ভোটদানের আবেদন জানান৷ কন্যাশ্রী ক্লাবের সদস্যরাও এদিনের কর্মসূচিতে শামিল হয়েছিলেন৷

VOTTU

Advertisement

[ আরও পড়ুন: প্রচার গাড়িতে ‘এমপি’ লেখা বোর্ড! বিতর্কে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ]

সকলেই যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সে কারণে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ম্যাসকট করা হয়েছে ভোট্টু। ধানের শিষের মাঝে লক্ষ্মীপেঁচা। এটাই এবারের লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার ম্যাসকট। নাম দেওয়া হয়েছে ভোট্টু। ভোটের হার বাড়ানো বা সকলেই যাতে ভোটাধিকার প্রয়োগ করেন তারই বার্তা দেওয়া হচ্ছে ভোট্টুকে সঙ্গে নিয়ে। এদিন মেমারি এক নম্বর ব্লকে ভোট্টুর মুখোশ মিছিলের আয়োজন করা হয়েছিল। ভোট্টুর মুখোশ পরে সেই কর্মসূচিতে ওই ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য, ব্লক দপ্তরের কর্মী ও আধিকারিকরা অংশ নেন। মেমারি এক নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। শেষ হয় বামুনপাড়া মোড়ে৷

VOTTU

[ আরও পড়ুন: ‘মোদির মুখে দেশপ্রেম মানায় না’, করিমপুরের সভায় কটাক্ষ শুভেন্দুর]

সকলের ভোটদান নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে জেলায়। এর আগে ভোট্টুর পোস্টার, ব্যানার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল। ভোট্টুকে নিয়ে হোলি খেলারও আয়োজন করা হয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন ভোটারদের উৎসাহিতও করা হচ্ছে। শুক্রবারও তার অন্যথা হয়নি৷ বর্ধমান রাজ কলেজে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এক কর্মসূচি নেওয়া হয়৷ অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী-সহ আরও অনেকে৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে নির্বাচন যে অত্যন্ত জরুরি, তা বোঝানো হয় নতুন ভোটারদের। এর আগেও নির্বাচনী দপ্তর থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়েও একইভাবে নতুন ভোটারদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷

VOTTU

ছবি: মুকুলেসুর রহমান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement