জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সোনা পাচারের ছক বানচাল। ১৬.৭ কেজি সোনা-সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার দর ১০.২৩ কোটি।
রানাঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা খবর পেয়েছিলেন, বিপুল অঙ্কের সোনা পাচার করা হবে। স্বাভাবিকভাবেই বাড়ানো হয় নজরদারি। শনিবার রাত ১১ টা নাগাদ এক সন্দেহজনক বাইক আরোহীকে দেখতে পান জওয়ানরা। বাইক আরোহী কাছে জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এর পর তল্লাশি করা হলে ওই যুবকের কোমরে বাঁধা কাপড়ের বেল্ট থেকে উদ্ধার হয়েছে ১৭টি সোনার বার। গ্রেপ্তার করা হয়েছে বাইক চালককে।
জানা গিয়েছে, ধৃতের নাম আজর মণ্ডল। বয়স ২৭ বছর। উত্তর ২৪ পরগনার রাজকোলের বাসিন্দা সে। জেরার মুখে ধৃত যুবক জানিয়েছে, সে অত্যন্ত দরিদ্র। ফুল চাষ করে পেট চালাত। মাস ছয়েক আগে জড়িয়ে পড়ে পাচারে। জানা গিয়েছে, বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডলের কাছ থেকে এই জিনিসগুলি নিয়েছিল ওই যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.