প্রতীকী ছবি
সৈকত মাইতি, তমলুক: ট্রেডিংয়ে বেশি উপার্জনের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ। প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন কোলাঘাটের এক প্রতিভাবান ফুটবলার। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেশোড়া এলাকার বাসিন্দা সৌরভ সামন্ত। ওই যুবক কলকাতার একটি ক্লাবের হয়ে ফুটবল খেলেন। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই টেলিগ্রাম মারফত তাঁর কাছে একটি লিংক আসে। যেখানে অনলাইন ট্রেডিংয়ে বিপুল লাভের হাতছানি দেওয়া হয়। প্রতারকদের ফাঁদে পা দিয়ে একদিনেই ২ লক্ষ ৪৯ হাজার ৪৪৩ টাকা খোয়ান তিনি। অভিযোগ, প্রথম পর্যায়ে এক হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। কিছুক্ষণের মধ্যে ২৩১৮ টাকা প্রফিট পান। স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়ে যায়।
পরবর্তী ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন তিনি। কিন্তু তা ফেরত পাননি। তখনই বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অবশেষে ওই যুবক সাইবার থানার দ্বারস্থ হন। এদিকে ওই যুবকের অভিযোগ পেয়েই ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ কর্তারাও। এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, দিন দিন সাইবার প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। শেয়ার ট্রেডিংয়ের নামে প্রতারণার এমন একাধিক অভিযোগ দায়ের হওয়ায় ঘটনার তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.