Advertisement
Advertisement
A fisherman killed by the attacked of tiger in Sundarbans

পেটের দায়ে জঙ্গলে যাওয়াই কাল, সুন্দরবনে বাঘের হামলায় ফের প্রাণ গেল এক মৎস্যজীবীর

মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

A fisherman killed by the attacked of tiger in Sundarbans । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 3, 2021 9:17 am
  • Updated:November 3, 2021 9:23 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বাঘের হামলায় প্রাণ গেল এক মৎস্যজীবীর (Fisherman)। নিহত মৎস্যজীবী শ্রীনিবাস মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরী মোহনপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

বাহান্ন বছর বয়সি শ্রীনিবাস ছোট থেকে দেখেছেন মাছ ধরে তাঁদের জীবনযাপন হয়। জানতেন মাছ ধরতে যাওয়ায় ঝুঁকি রয়েছে যথেষ্ট। তা সত্ত্বেও যে কোনও উপায় নেই। কারণ, পেট বড় বালাই। নিজের এবং পরিজনদের পেটে খাবার জোটাতে তাই ঝুঁকিই নিতে হত তাঁকে। বহুবার বাঘের মুখ থেকে কোনওক্রমে ফিরে এসেছেন। এবার হল না। বাঘের হামলায় প্রাণ গেল তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ২৫ ঘণ্টা পেরিয়েও শিয়ালদহ মেন শাখায় উঠল না রেল অবরোধ, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের]

সোমবার সকালে কুলতলির (Kultali) কিশোরী মোহনপুরের বাসিন্দা ওই মৎস্যজীবী বেলিফিলির জঙ্গলে যান। লক্ষ্য ছিল কাঁকড়া সংগ্রহ করা। ওই কাঁকড়া ধরে এনে বাজারে বিক্রি করলে দু’পয়সা আয় হবে। যা দিয়ে কয়েকটাদিন সংসার চলে যাবে। পেট ভরে খাবার পাবেন পরিজনেরা। তাঁদের মুখে ফুটবে হাসি। তবে সোমবার দুপুরেই ছন্দপতন। বেলিফিলির জঙ্গলে পিছন দিক থেকে শ্রীনিবাসের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ (Royal Bengal Tiger)। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গীসাথীরা বাঘের কবল থেকে উদ্ধার করার চেষ্টা করে তাঁকে। তবে লাভ হয়নি। পরিবর্তে শেষ হয়ে যায় সব কিছু। প্রাণ হারান শ্রীনিবাস।

মঙ্গলবার দেহ নিয়ে এলাকায় ফেরেন মৎস্যজীবীরা। তারপর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ মৎস্যজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: রাজীবদের ‘ঘর ওয়াপসি’তে আপত্তি! ফের অসন্তোষ প্রকাশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement