Advertisement
Advertisement
বাঘের হামলায় প্রাণহানি

পেটের টানে জঙ্গলে প্রবেশই কাল, বাঘের হামলায় ফের প্রাণহানি মৎস্যজীবীর

বাঘের সঙ্গে লড়াই করেও মৎস্যজীবীকে বাঁচাতে পারলেন না তাঁর সঙ্গীরা।

A fisherman allegedly killed by the attack of tiger in Sunderban
Published by: Sayani Sen
  • Posted:March 15, 2020 5:59 pm
  • Updated:March 15, 2020 6:00 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনের জঙ্গলে বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। নিহত বাসুদেব সরকার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবনের উপকূলীয় থানার কুমিরমারি গ্রামের বাসিন্দা। বেআইনিভাবে জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে ঢুকে বিপত্তি বলেই দাবি বনদপ্তরের। ফলে সরকারি আর্থিক সাহায্য আদৌ ওই মৎস্যজীবী পাবেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার সকালে কুমিরমারি গ্রাম থেকে তিনজনের একটি মৎস্যজীবী নৌকা চড়ে কাঁকড়া সংগ্রহ করতে সুন্দরবনের ঝিলা দু’নম্বর জঙ্গলে যান। খাদ কেটে কাঁকড়া সংগ্রহের সময় হঠাৎই বাঘ লাফিয়ে পড়ে কাঁকড়া শিকারি বাসুদেবের উপর। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘ নিয়ে চলে যায় বাসুদেবকে।  এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্বপন মণ্ডল বলেন, “কয়েক হাত দূরে কাঁকড়া সংগ্রহ করছিলাম তিনজন। একটা আওয়াজ হল। তারপর পিছনে ফিরে দেখি বাসুদেবকে মুখে করে নিয়ে যাচ্ছে বাঘ। সঙ্গে ছিলেন মহিলা এক সহকর্মী। কোদাল নিয়ে কিছুদূর বাঘকে তাড়াও করি। কিন্তু গভীর জঙ্গলে ঢুকে পড়ে বাঘ। কোনভাবেই আর তাঁকে ছাড়িয়ে আনা গেল না।”

Advertisement

[আরও পড়ুন:  করোনার প্রভাবে বন্ধ মতুয়াদের মেলা? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অন্তর্দ্বন্দ্ব ঠাকুরবাড়িতে]

এরপর মৎস্যজীবীরা বাগনা বনদপ্তরের রেঞ্জ অফিসে পৌঁছয়। বনদপ্তরের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাটি খতিয়ে দেখছেন বনদপ্তরের কর্মীরা। মৎস্যজীবীদের দাবি, বেআইনিভাবে জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে ঢুকেছিলেন মৎস্যজীবীরা। ফলে সরকারি আর্থিক সাহায্য আদৌ ওই মৎস্যজীবী পাবেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে কাঁকড়া চিনে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলে সুন্দরবন থেকে কাঁকড়া রপ্তানিও হচ্ছিল না। আর তাই মৎস্যজীবীরা সেভাবে কাঁকড়া সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছিল না। ইদানীং সিঙ্গাপুর এবং হংকংয়ে কাঁকড়ার বাজার নতুন করে খুলে গিয়েছে। তার ফলে সুন্দরবনে শুরু হয়েছে কাঁকড়া সংগ্রহের কাজ। আর তার জেরে আবার প্রাণ গেল মৎস্যজীবীর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement