ছবি: প্রতীকী
স্টাফ রিপোর্টার : পার্টির গঠনতন্ত্রে লিপিবদ্ধ হল গার্হস্থ্য হিংসা (Domestic Violence)। গত পার্টি কংগ্রেসেই এই ধারা লিপিবদ্ধ হয়েছে। জেলায় জেলায় পার্টি কংগ্রেসের রিপোর্টিংয়ের সময় গঠনতন্ত্রেও এই গার্হস্থ্য হিংসার বিষয়টি বলে দেওয়া হচ্ছে এবার। বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করলে, স্ত্রী বা মায়ের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করলে পুরুষ পার্টি সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সিপিএম (CPM)। এমনই বলা হয়েছে সংযোজিত ওই নতুন ধারায়।
পরিবারের সদস্যদের উপর হিংসাত্মক আচরণের অভিযোগ যদি পার্টি সদস্যদের বিরুদ্ধে জমা পড়ে, তাহলে সেই পার্টি সদস্যকে বহিষ্কার পর্যন্ত করবে সিপিএম। গত পার্টি কংগ্রেসেই এ সম্পর্কিত নতুন দু’টি ধারা সংযোজন করা হয়েছে। আর এই নতুন ধারার অন্তর্ভুক্তির বিষয়টি এবার জেলা কমিটিগুলিকেও জানিয়ে দিচ্ছে আলিমুদ্দিন (Alimuddin)।
নতুন ধারায় বলা হয়েছে, গার্হস্থ্য হিংসা বা ওই ধরনের কোনও আচরণ যৌন নিগ্রহ হিসাবে বিবেচিত হবে। তবে শুধু স্ত্রী বা মায়ের উপর শারীরিক বা মানসিক নির্যাতন নয়, দিদি কিংবা বোনের উপরও নির্যাতন করার অভিযোগ এলে পুরুষ পার্টি সদস্যকে রেয়াত করবে না আলিমুদ্দিন। সিপিএমের এক রাজ্য নেতার কথায়, তদন্ত কমিশন অভিযোগ খতিয়ে দেখে সেই পার্টি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অভিযোগ মারাত্মক হলে পার্টি থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করবে তদন্ত কমিশন। এর আগে গার্হস্থ্য হিংসার অভিযোগে একাধিক পার্টি সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এবার পার্টির গঠনতন্ত্রে এই বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
প্রসঙ্গত, ক’দিন আগেই জানা গিয়েছিল, দলের কর্মসূচি ঠিক মতো পালন হচ্ছে কি না তা নজরদারির পথে যাচ্ছে সিপিএম। আর এই নজদারি চলবে ডিজিটালি (Digital)। অর্থাৎ কোথায়, কী কর্মসূচি পালন হচ্ছে তার ভিডিও জমা করতে হবে রাজ্য পার্টি অফিসে। প্রয়োজনে কর্মসূচি পালনের লাইভ স্ট্রিমও (Live Stream) করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.