সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বলি হলেন আরও এক আম আদমি৷ এটিএমের লাইনে বুধবার মৃত্যু হল বৃদ্ধর৷ জানা গিয়েছে এদিন টাকা তুলতে গিয়েছিলেন সীতারাম শর্মা৷ বহুক্ষণ টাকা তোলার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তাঁর মেয়ে মিনা শর্মা৷ তিনি এসে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান৷ কিন্তু এদিন রাতেই ৬০ বছর বয়সি ওই বৃদ্ধর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ মৃত ব্যক্তি মালবাজার মহকুমার বাগরাকোট এলাকার বাসিন্দা৷
অন্যদিকে, বেঙ্গালুরুতেও নোট বাতিলকে কেন্দ্র করে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাইসুরু শাখার ওই কর্মীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ উঠেছিল৷ আর ঠিক সেই কারণেই গত কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি৷ জানা গিয়েছে, মৃত ব্যাঙ্ক কর্মীর নাম রবি রাজ৷ স্থানীয় সংবাদমাধ্যমে টাকা তছরুপের কথা প্রকাশ করার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন তিনি৷ জানতে পেরেছিলেন তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ব্যাঙ্ক৷ একটানা নানাদিক থেকে কালো টাকা কাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগে আসতে থাকে বলেও তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে৷ এর ফলেই নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ ৫৭ বছরের এই ব্যাঙ্ক কর্মীর মৃত্যুর পর ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমের আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.