Advertisement
Advertisement

Breaking News

Malda

প্রেম মানতে নারাজ পরিবার, বন্ধুকে ভিডিও কল করে ‘আত্মঘাতী’ যুগল

মর্মান্তিক ঘটনার সাক্ষী মালদহ।

A couple of Malda allegedly killed themselves

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 7, 2025 8:04 pm
  • Updated:April 7, 2025 8:04 pm  

বাবুল হক, মালদহ: পরিবারের অমতে ‘প্রেম’। তা নিয়ে লাগাতার অশান্তি, মানসিক অবসাদ। অবশেষে বন্ধুকে ভিডিও কল করে বিষপান করে ‘আত্মঘাতী’ যুগল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল। দিনমজুর ফুলটুসের বাড়ি বামনগোলা থানার খুয়াড়ডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল রাখি। বাড়ি বামনগোলার রাখালপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এই দুর্গাপুজোয় আলাপ হয় ওই প্রেমিক যুগলের। টুকটাক কথা থেকে শুরু প্রেম। জানা যাচ্ছে, শনিবার ওই যুগল একসঙ্গে তাঁদেরই এক বন্ধুকে ভিডিও কল করেন। ওই বন্ধুর দাবি, ভিডিও কলের মাঝেই বিষ খায় তাঁরা। বিপদ আশঙ্কা করে তড়িঘড়ি যুবকের বাড়িতে ছুটে যান ওই বন্ধু। কিন্তু ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছে দু’জনই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যুগলকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন সোমবার গভীর রাতে মৃত্যু হয় তাঁদের। মৃত রাখির বাবা গোকুল মণ্ডলের দাবি, ওই যুবক তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাতেন। তাঁদের মধ্যে ভালোবাসা ছিল কি না, তা তিনি জানেন না। এমনকী ওই যুবক তাঁদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ করেন। এদিকে মৃত ফুলটুসের মা উজ্জ্বলারানি মণ্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেননি। আর এই কারণেই তাঁরা একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement