Advertisement
Advertisement
Maynaguri

পরকীয়ার শাস্তি! মারধরের পর ময়নাগুড়ির বধূর চুল কেটে নিল প্রতিবেশীরা

গাছে বেঁধে রাখা হয় বধূর স্বামীকে।

A couple of jalpaiguri beaten up by mob, video goes viral | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 17, 2021 4:15 pm
  • Updated:June 17, 2021 4:15 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: পরকীয়ার শাস্তি! স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভদ্রমোহন এলাকার বাসিন্দা। অভিযোগ, এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। যা জানাজানি হতেই অশান্তির সূত্রপাত। ঘটনার মীমাংসায় সালিশি সভারও আয়োজন করা হয়েছিল এলাকায়। সূত্রের খবর, এদিন সালিশি সভা থেকে ফেরার সময় ওই বধূ ও তাঁর স্বামীর উপর চড়াও হয় এলাকার মহিলারা। সেই সময় ওই দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। বধূর স্বামীকে গাছে বেঁধে রাখা হয়। অভিযোগ, এরপরই মহিলার মাথায় জল ঢেলে তাঁর চুল কেটে নেয় প্রতিবেশী মহিলারা।

Advertisement

[আরও পড়ুন: অসম থেকে বাংলায় আসছে ২০টি রয়্যাল বেঙ্গল টাইগার, বিনিময়ে রাজ্য দেবে বাইসন, গণ্ডার, হাত]

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। মারধরের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এহেন পৌশাচিক আচরণের নিন্দা করেছেন প্রত্যেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: বাড়ির দোরগোড়ায় আশ্রয় নেওয়া ‘অপরাধ’, সারমেয়কে পিটিয়ে খুন রানিগঞ্জে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement