Advertisement
Advertisement

Breaking News

Diamond Harbour

বিয়ের জন্য প্রেমিককে লাগাতার চাপ! অশান্তির মাঝেই ‘আত্মঘাতী’ যুগল

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই এই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী।

A couple allegedly killed themself in Diamond Harbour
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2024 2:19 pm
  • Updated:December 13, 2024 2:20 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ডিভোর্সের পর বাপের বাড়ির এলাকার যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। অবিলম্বে বিয়ের জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ। যার পরিণতি হল মর্মান্তিক। অশান্তির মাঝেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবারের দেউলা রেলব্রিজ এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম মরিয়াম খাতুন। বয়স ২৪ বছর। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তাঁর। এর পর মেয়েকে নিয়ে উস্তিতে বাপের বাড়িতে চলে আসেন। সেখানে থাকাকালীন এলাকারই বাসিন্দা সাবির মোল্লার সঙ্গে পরিচয় হয় তাঁর। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সাবিরের দাদার দাবি, প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ের জন্য জোর করতে শুরু করেন তরুণী। তা নিয়ে প্রায়ই অশান্তিও হত।

Advertisement

পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে দেখা করে যুগল। দেউলা রেল ব্রিজ এলাকায় দাঁড়িয়েই কথা বলছিলেন তাঁরা। বিয়ে প্রসঙ্গে আলোচনা করতে করতেই অশান্তি চরমে ওঠে। যুবকের পরিবারের দাবি, সেই সময়ই উল্টোদিক থেকে আসছিল ট্রেন। তা দেখেই লাইনের উপর বসে পড়েন মরিয়াম। প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হয় যুগলের। রেললাইনের ধার থেকে উদ্ধার হয় যুগলের ছিন্নভিন্ন দেহ। খবর দেওয়া হয় থানায়। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  শুরু হয়েছে তদন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement