টিটুন মল্লিক, বাঁকুড়া: নানা মন্তব্য করে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাড়িয়েছেন বিতর্কও। এবার তাঁর বিরুদ্ধে উঠল সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগ। ওই বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেই স্বপক্ষে সাফাই সৌমিত্র খাঁর।
বিষ্ণপুরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুকে ভুয়ো খবর ও ছবি পোস্ট করে করোনা নিয়ে তিনি অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন। তার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ বিভ্রান্ত হন। তা নজরে আসে বাঁকুড়ার সাইবার ক্রাইম শাখার আধিকারিকদের। সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে বাঁকুড়া সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের হয়। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল সামন্ত।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান এ বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ। তিনি বলেন, “করোনা মোকাবিলায় রাজ্যের ঘাটতি ঢাকতে এসব নাটক শুরু করেছে। আমার নামে এর আগেও মিথ্যে মামলা দিয়েছে। আর এবার কি মামলা দিয়েছে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।” ফেসবুক লাইভে এই ঘটনার জবাব দেবেন বলেও জানান তিনি।
এর আগে বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ঘটনাটি খিদিরপুরের বলেই দাবি করেন বিজেপি নেতা। কিন্তু ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত করে দেখা যায় ওই ভিডিওটি খিদিরপুরের নয়। আদতে সেটি মুম্বইয়ের ভিডিও। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। করোনা আতঙ্কে কাঁটা প্রায় প্রত্যেকে। তারপরেও কীভাবে একজন সাংসদ সোশ্যাল মিডিয়ায় কীভাবে গুজব রটাতে পারেন, তা নিয়েই উঠেছে সমালোচনার ঝড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.