Advertisement
Advertisement
College student allegedly stabbed by his boy friend in Behrampur

‘৫ জনের সঙ্গে প্রেম, আমাকে ফাঁসিয়েছে’, বহরমপুরে প্রেমিকাকে খুন, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফেরার যুবক

বহরমপুর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই কলেজছাত্রীর।

A college student allegedly stabbed by his boy friend in Behrampur । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 2, 2022 7:49 pm
  • Updated:May 2, 2022 10:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ। বাধা দিতে আসলে গুলি চালিয়ে এলাকা ছাড়ে যুবক। ভরসন্ধেয় নৃশংস ঘটনার সাক্ষী বহরমপুরের শহিদ সূর্য সেন লেন। হামলা চালিয়ে পলাতক প্রেমিক। বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু প্রেমিকার।

ওই তরুণী বহরমপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। আদতে মালদহের ইংরেজবাজারের বাসিন্দা তিনি। তবে পড়াশোনার জন্য বহরমপুরের শহিদ সূর্য সেন লেনের একটি মেসে থাকতেন তরুণী। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হামলাকারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। তবে তরুণীর পরিবারের তরফে প্রেমে বাধা ছিল। অন্যত্র বিয়েও স্থির হয়ে গিয়েছিল তাঁর। সে কারণে ইদানীং ওই যুবকের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল তরুণীর। তা নিয়ে মনোমালিন্য চলছিল দু’জনের। 

Advertisement

[আরও পড়ুন: ‘২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা, ভাঙবেন জ্যোতি বসুর রেকর্ড’, ফেসবুক পোস্ট কুণালের]

জানা গিয়েছে, সোমবার সন্ধেয় মেসেই ছিলেন তরুণী। সেই সময় তাঁকে ফোন করে যুবক। মেসের বাইরে বেরতে বলে। ততক্ষণে মেসের বাইরে ধারাল অস্ত্র হাতে নিয়ে ঘোরাফেরাই করছিল সে। অভিযোগ, তরুণী বেরনো মাত্রই তাঁর উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে যুবক। একাধিকবার ধারাল অস্ত্রের কোপ দিতে থাকে সে।  রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে কাতরাতে থাকেন তরুণী। আর্ত চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যান। যুবককে বাধা দিতে এগিয়ে যান কেউ কেউ। সেই সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়ে ওই যুবক। 

আহত তরুণীকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তরুণীকে মৃত বলেই জানান। এই ঘটনার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবককে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

[আরও পড়ুন: তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি, দু’হাতে ঢালাও জনমুখী প্রকল্প নিয়ে আরও ‘কাছের মানুষ’ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement