Advertisement
Advertisement

Breaking News

মোবাইল কেড়ে নিয়েছেন মা, অভিমানে আত্মঘাতী মেধাবী পড়ুয়া

শোকের ছায়া গড়িয়ার পাঁচপোতায়৷

A class 11 student commits suicide for mobile in Garia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 2:08 pm
  • Updated:June 27, 2018 2:08 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল কেড়ে নেওয়ায় আত্মহত্যা৷ দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায় আত্মঘাতী এক মেধাবী পড়ুয়া৷ বুধবার সকালে বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ৷ এলাকায় শোকের ছায়া৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

গড়িয়ার পাঁচপোতার বাসিন্দা সত্য বড়ালের ভূষিমালের দোকান৷ সামান্য রোজগারে টেনেটুনে চলে সংসার৷ তবে বড়াল দম্পতির বড় ছেলে সৈকত অত্যন্ত মেধাবী৷ এ বছর মাধ্যমিক পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে সে৷ একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে ভরতি হয়েছে যাদবপুর বিদ্যাপীঠে৷ বাবার কাছে একটি স্মাটফোনের আবদার করেছিল সৈকত৷ ছেলের আবদার ফেলে পারেননি সত্যবাবু৷ মোবাইল কিনেও দিয়েছিলেন তিনি৷ শেষপর্যন্ত, সেই মোবাইলের জন্য কিনা  ছেলেকে হারালেন ব্যবসায়ী সত্য বড়াল! নিজের ঘরে গলা দড়ি দিয়ে আত্মহত্যা করল সৈকত৷

Advertisement

[মোবাইলের শোকে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

কিন্তু, আত্মহত্যা করল সৈকত? পরিবারের লোকের বক্তব্য, মোবাইলের শখ তো ছিলই, স্মার্টফোন পেয়ে আসক্তি মাত্রা ছাড়িয়েছিল৷ দিনরাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকত মেধাবী ছাত্রটি৷ ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখত৷ বিষয়টি নজরে পড়ে সৈকতের মায়ের৷ মঙ্গলবার রাতে ছেলেকে বকাবকি করেন তিনি৷ মোবাইলটিও কেড়ে নেন বলে জানা গিয়েছে৷ বাড়ির লোকের দাবি, মা মোবাইল কেড়ে নেওয়ার পরেও স্বাভাবিকই ছিল সৈকত৷ রাতে খাওয়া-দাওয়ার পর ভাইয়ের সঙ্গে শুতে চলে যায় সে৷ বুধবার সকালে টিউশন পড়তে যাওয়ার কথা ছিল সৈকতের৷ কিন্তু, সকালে ডাকাডাকি করে তার কোনও সাড়া পাওয়া যায়নি৷ এরপর ঘরের জানলা দিয়ে পরিবারের লোকেরা দেখেন, ঘরের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে সৈকত৷ দরজা ভেঙে ছেলেকে নামিয়ে যখন হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা, ততক্ষণে মারা গিয়েছে সৈকত৷ মেধাবী ছাত্রের এমন পরিণতিতে এলাকায় শোকে ছায়া৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে সোনারপুর থানার পুলিশ৷

ইদানিং শহরের স্কুলপড়ুয়াদের মধ্যে মোবাইলে আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে৷ আসক্তি এতটাই, যে পরিবারের লোকেরা কিছু বললেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতেও দ্বিধা করছে না তারা৷ দিন কয়েক আগে মোবাইল নিয়ে অশান্তির কারণে আত্মহত্যা করেছিল একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী বেনিয়াপুকুরের বাসিন্দা আরহাম রহমত৷

[সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement