Advertisement
Advertisement
Dhaniakhali

পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক! রেললাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধারে রহস্য

দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

A civic volunteer found dead in Dhaniakhali

ফাইল চিত্র।

Published by: Sayani Sen
  • Posted:December 20, 2024 7:36 pm
  • Updated:December 20, 2024 7:36 pm  

সুমন করাতি, হুগলি: পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক। এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ধনেখালি হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল উত্তেজনা। রেললাইনের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাই রেলে কাটা পড়ার সন্দেহও করা হচ্ছে। তবে দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ধনেখালি হল্ট স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন বর্ধমান-হাওড়া রেললাইনের পাশে যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি কামারকুণ্ডু জিআরপিতে খবর দেওয়া হয়। রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

রেলপুলিশ সূত্রে খবর, নিহতের নাম প্রসেনজিৎ মণ্ডল। বছর বত্রিশের ওই যুবক গুড়াপের পলাশি এলাকার বাসিন্দা। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত প্রসেনজিৎ মণ্ডল। কীভাবে মৃতদেহ রেললাইনের ধারে এল, তা খতিয়ে দেখছে রেলপুলিশ। কেউ কেউ বলছেন, হয়তো আত্মঘাতী হয়েছেন তিনি। আবার কারও দাবি, হয়তো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছেন প্রসেনজিৎ। কেউ তাঁকে খুন করে রেললাইনের পাশে ফেলে রেখে যেতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। সবমিলিয়ে ধনেখালির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement