সৌরভ মাজি, বর্ধমান: কাটমানি ফেরতের দাবিতে হামলা চলল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ কিন্তু তাতে রেহাই পেল না শিশু থেকে বৃদ্ধা, বাড়ির মহিলারাও। তিন বছরের শিশুকে তুলে আছাড় দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছে ওই শিশু। অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেমারির গোপগন্তার-১ পঞ্চায়েতের বাহাবপুর গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
বাহাবপুর গ্রামের বাসিন্দা রূপালি চট্টোপাধ্যায় ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য। শুক্রবার গভীর রাতে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মেমারি থানায়। তাঁর অভিযোগ, বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যর উসকানিতে শুক্রবার বিকেলে তাঁর বাড়িতে হামলা করা হয়। লাঠি, রড, চেন, চাকু নিয়ে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভয়ে রূপালিদেবী একটি ঘরে ঢুকে খিল দিতে বাধ্য হন। আর তাঁকে বাঁচাতে গেলে হামলাকারীদের রোষের মুখে পড়েন বাড়ির অন্যান্য সদস্যরা৷ সকলে। রূপালিদেবীর দাবি, “বাড়ির তিন বছরের শিশুকে ওরা চড় মারে। তুলে আছাড় মারতে যায়৷ ওদের খুন করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমার দেওর মদন লুফে নেওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে বাচ্চাটা।” ঘটনায় স্পষ্টভাবে ছ’জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মেমারির যে বিজেপি নেতার উসকানিতে এই ঘটনা বলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অভিযোগ, সেই ভীষ্মদেব ভট্টাচার্য অবশ্য শনিবার দাবি করেছেন, ঘটনার সময় তিনি ওই গ্রামেই ছিলেন। তিনি বলেন, “শুনেছি একটা গোলমাল হয়েছে। সেখানে রাজনীতির কোনও সম্পর্কই নেই। গ্রামবাসীরা কীসব টাকাপয়সা পায়, তা নিয়ে কিছু ঘটেছে বলে শুনেছি। গ্রামের মেয়েরা ওদের বাড়ি গিয়েছিল বলেও শুনেছি।” পাশপাশি, তিনি দাবি করেছেন, কাটমানির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।পুলিশকেও মেরুদণ্ডহীন করে দিয়েছে ওরা। ওই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এদিন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। তদন্তকারীরাও প্রাথমিকভাবে মনে করছেন, কাটমানির ইস্যু নিয়ে যে অভিযোগ উঠেছিল তা মোড় ঘুরিয়ে দিতেই শিশুকে আছাড় মারার চেষ্টা ও মহিলাদের শ্লীলতাহানির মতো অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের কাজল বাগ ও সুমি হাঁসদা নামে দু’জন রূপালিদেবীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন। পুলিশের তরফে যা জেলাশাসকের গ্রিভান্স সেলে পাঠিয়েও দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রূপালিদেবীর বাড়িতে কয়েকজন চড়াও হয় কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে। তা ঘিরেই এত ঝঞ্ঝাট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.