সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: সরকারি সাহায্যপ্রাপ্ত হোমে এক মূক ও বধির কিশোরকে নির্যাতনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে মালিপুকুর এলাকা। হোমের বাইরে বিক্ষোভ দেখায় কিশোরের পরিবারের সদস্যরা। যদিও এবিষয়ে সংবাদ প্রতিদিন.ইনের তরফে হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার বাসিন্দা বছর ১৪-এর ওই কিশোর। শনিবার নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। পরে রবিবার বাগনান থানার পুলিশ বাগনান এলাকা থেকে উদ্ধার করে তাকে। কিন্তু মূক ও বধির হওয়ায় ওই কিশোরের থেকে কোনও তথ্যই পায়নি বাগনান থানার পুলিশ। বাধ্য হয়ে কিশোরকে মালিপুকুর হোমে পাঠানো হয় থানার তরফে। এরপর কিশোরের পরিবারের লোকজন জানতে পেরে বাগনান থানায় যোগাযোগ করে। থানার তরফেই পরিবারের সদস্যদের হোমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। রবিবার তাঁরা ওই হোমে গেলে হোমের সুপার উজ্জ্বল নন্দী তাঁদের প্রত্যার্পণের আইনি অনুমতি পত্র আনার কথা বলেন।
সোমবার তাঁরা প্রত্যার্পণের অনুমতি নিয়ে যখন কিশোরকে ফিরিয়ে আনতে যান তখন চক্ষু চড়কগাছ দশা তাঁদের। অভিযোগ, কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান তাঁরা। কিশোরকে প্রায় চেনাই যাচ্ছিল না, প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল বলেই দাবি তাঁদের। এমনকী কাউকে চিনতেও পারছিল না ওই কিশোর। পরে পরিবারের লোকেরা কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। সেখানে তার সিটি স্ক্যান হয়। এখনও চিকিৎসাধীন সে। এরপর বুধবার কিশোরের বাবা শেখ মুস্তাফা হোমের বিরুদ্ধে পাঁচলা থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে একটি মিছিল করে তাঁরা হোমে পৌঁছে এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে সরব হন। বিষয়টি সম্পর্কে জানার জন্য হোম সুপার উজ্জ্বল নন্দীকে ফোন করা হলে, সংবাদ প্রতিদিন.ইনের নাম শোনা মাত্র সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। ফলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.