Advertisement
Advertisement
জুনপুট

মায়ের পরিচিত ‘কাকু’র ছুরির ঘায়ে মৃত্যু শিশুর, জখম মহিলা

বাইকের নম্বরের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ করছে পুলিশ৷

A child allegedly killed by his mother's freiend in Junput
Published by: Sayani Sen
  • Posted:August 23, 2019 2:01 pm
  • Updated:August 23, 2019 2:01 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল৷ প্রতিবেশী কাকুর বাইকে চড়ে গিয়েছিল সমুদ্রের পাড়ে৷ খুব মজা করবে বলে আশায় ছিল ছোট্ট ছেলেটি। কিন্তু আচমকাই পরিস্থিতি বদল৷ মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর শিশুর দিকে তেড়ে যায় ওই যুবক৷ কিছু বুঝে ওঠার আগেই শিশুর গলায় ছুরি চালিয়ে দেয় সে৷ রাস্তায় লুটিয়ে পড়ে শিশু৷ বাধা দিতে গিয়ে জখম হন তার মা-ও৷ জুনপুটে শিশুকে কেন খুন করল প্রতিবেশী যুবক, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বিবাহ বহির্ভূত সম্পর্কে বনিবনার অভাব নাকি পথের কাঁটা সরানোর চেষ্টা, কাঁথিতে শিশুখুনে নানা প্রশ্নের ভিড়৷

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে মিষ্টি কথায় স্থানীয়দের ক্ষোভ প্রশমন বারাবনির বিধায়কের]

বেশ কয়েক বছর আগে জুনপুটের সমুদ্রপুরের বাসিন্দা চন্দন মাইতির সঙ্গে বিয়ে হয় শিবানীর৷ তাঁদের বছর পাঁচেকের এক সন্তানও ছিল৷ বৃহস্পতিবার সন্ধেয় মা এবং ছেলে বাড়ির বাইরে বেড়িয়েছিলেন৷ পথেই প্রতিবেশী যুবক তপন প্রধানের সঙ্গে দেখা হয় তাঁদের৷ যুবকের বাইকে চড়ে সমুদ্রের ধারে যায় মা-ছেলে৷ অভিযোগ, একটি ফাঁকা জায়গায় বাইক দাঁড় করায় ওই যুবক৷ সেখানেই শিশুর গলায় ছুরি চালিয়ে দেয় সে৷ মহিলা বাধা দিতে গেলে তার সঙ্গে ধস্তাধস্তিও হয়৷ তাঁকে ওই যুবক জলে ডুবিয়ে মারার চেষ্টা করে বলেও অভিযোগ৷ মহিলার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যান৷ শিশু এবং তার মাকে উদ্ধার করে৷ পরিস্থিতি বেগতিক বুঝে বাইক রেখে পালিয়ে যায় অভিযুক্ত তপন৷ এলাকাবাসীই জখম অবস্থায় দু’জনকে কাঁথি হাসপাতালে নিয়ে যায়৷ তবে মারা গিয়েছে একরত্তি৷ তার মা এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন৷

Advertisement

[আরও পড়ুন: রানাঘাটের লতাকণ্ঠী রানু এখন হিমেশ রেশমিয়ার প্লে-ব্যাক গায়িকা]

ঘটনার তদন্তে নেমেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ৷ কেন আচমকা মাত্র বছর পাঁচেকের শিশুকে খুনের টার্গেট করল ওই প্রতিবেশী যুবক, তা ভাবাচ্ছে তদন্তকারীদের৷ স্থানীয়দের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে পুলিশ৷ তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ওই মহিলার সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল৷ যদিও মহিলা সম্পর্কের বিষয়ে কিছুই জানাননি৷ সম্পর্কের টানাপোড়েনের আক্রোশের জেরে কি সন্তানকে খুন করে বদলা নিল তপন,নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ওই শিশু, সেই প্রশ্নের উত্তরের খোঁজে তদন্তকারীরা৷ মহিলাকে জেরা করেই ঘটনার আসল তথ্য পাওয়া সম্ভব বলেই আশা তাঁদের৷ তপনের বাইকের নম্বরের ভিত্তিতে তার  খোঁজ শুরু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement