সৌরভ মাজি ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: একেই বোধহয় বলে, গোদের উপর বিষফোঁড়া। শরীরে বাসা বেঁধেছে মারণ ক্যানসার। তার চিকিৎসা করাতে মুম্বই গিয়ে দোসর হয়ে গেল নোভেল করোনা ভাইরাস। বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা মা ও ছেলের করোনায় আক্রান্ত হলেন। ফেরার পথেই তা ধরা পড়ায় সোজা তাঁদের হাসপাতালে পাঠিয়ে দিল ট্রাফিক পুলিশ। ফলে তাঁদের থেকে এলাকায় সংক্রমণ কিছুটা এড়ানো গেল বলে মনে করা হচ্ছে।
আউশগ্রাম ২ নং ব্লকের বাসিন্দা প্রৌঢ়া ক্যানসার আক্রান্ত। লকডাউনের আগে তাঁকে নিয়ে মুম্বইতে চিকিৎসা করাতে গিয়েছিলেন ছেলে। দীর্ঘদিন সেখানে চিকিৎসার পর এর মাঝে পরিবহণ কিছুটা সচল হওয়ায় ফেরার চেষ্টা করেন তাঁরা। অসুস্থ মাকে নিয়ে একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে বর্ধমানে ফেরার পথ ছেলে। ১১ মে ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশের পথে আসানসোলের ডুবুডিহি চেক পোস্টে ওই অ্যাম্বুল্যান্স আটকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। সেখানে থার্মাল স্ক্যানিংয়ে ধরা পড়ে, মহিলার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ বেশি।
তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশ সিদ্ধান্ত নিয়ে তাঁদের দু’জনকেই আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে মায়ের চিকিৎসা শুরু হয়। ছেলের কোনও শারীরিক অসুস্থতা না থাকায় তাঁকে ভরতি করা হয়নি। তবে মায়ের জন্য বাড়ি না ফিরে তিনি বেশ কয়েকদিন হাসপাতাল চত্বরেই থেকে যান। দিন কয়েক আগে ওই মহিলা ও তাঁর ছেলের করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রিপোর্ট এলে জানা যায়, মা-ছেলে দু’জনেই আক্রান্ত হয়েছেন।
এরপর দু’জনকেই দুর্গাপুরের কাঁকসায় COVID হাসপাতালে ভরতি করানো হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, আউশগ্রাম ২ ব্লকের দুই বাসিন্দা করোনায় আক্রান্ত। তবে তাঁরা গ্রামে না ফেরায় ওই এলাকা Containment Zone হিসেবে ঘোষণা করার কোনও প্রয়োজন নেই। পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.