Advertisement
Advertisement

Breaking News

Dakshineswar

দক্ষিণেশ্বরে নিজের বাড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে খুন! উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

A businessman allegedly killed in Dakshineswar

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 13, 2024 5:10 pm
  • Updated:June 13, 2024 7:55 pm  

অর্ণব দাস, বারাসত: নিজের বাড়িতে মদের আসরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরে(Dakshineswar)। কেন ব্যবসায়ীর এই পরিণতি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কলোনি এলাকার বাসিন্দা অপূর্ব ঘোষ। পেশায় ফল ব্যবসায়ী। সূত্রের খবর, বুধবার রাতে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন ওই ব্যবসায়ী। পরিবারের কেউ সেই সময় বাড়িতে ছিলেন না। ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান, খাটের উপর অপূর্ব ঘোষের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। শরীর জুড়ে কোপানোর দাগ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।

Advertisement

[আরও পড়ুন: খুলল পুরীর জগন্নাথ মন্দিরের ৪ দরজাই. ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত বিজেপির]

রাতেই দেহ উদ্ধার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মদের আসরে বচসার জেরেই এই ঘটনা। তবে নেপথ্যে কে বা কারা। লুকিয়ে কোন কারণ, তা এখনও স্পষ্ট। গোটা বিষয়টি জানার চেষ্টায় তদন্তকারী আধিকারিকরা।

[আরও পড়ুন: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা আর্থিক সাহায্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement