ছবি: প্রতীকী
গোবিন্দ রায়, বসিরহাট: প্রতিবেশী যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ার জের। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল সবজি ব্যবসায়ীর। এখানেই শেষ নয়। প্রৌঢ়ের কাছে থাকা টাকা ও গয়না নিয়ে পালায় যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বসিরহাট মহকুমার মাটিয়ায়। অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কোড়া পাড়া গ্রামের বাসিন্দা বছর ৫৫-এর জব্বর মোল্লা। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। জানা গিয়েছে, কিছুদিন আগে প্রতিবেশী নিজামউদ্দিন মোল্লা ওই প্রৌঢ়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তা নিয়ে দুই পরিবারের একাধিকবার বচসা হয়। জব্বরকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এসবের মাঝেই অন্যত্র মেয়ের বিয়ে দিয়ে দেন প্রৌঢ়। তাতেই রেগে আগুন হয়ে যায় নিজাম।
মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে হাসনাবাদ থেকে ফিরছিলেন। অভিযোগ, মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজাম। জব্বরকে এলোপাথাড়ি কোপাতে থাকে সে। খুনের পর ,প্রৌঢ়ের সোনার চেন ও সঙ্গে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালায় নিজাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিকে রাগে ফুঁসে ওঠে এলাকাবাসী। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় তাঁরা। পরে মাটিয়া থানার পুলিশ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.