Advertisement
Advertisement
আক্রান্ত ব্যবসায়ী

চাঁদা দিতে অস্বীকার, ব্যবসায়ীকে বেধড়ক মার পুজো উদ্যোক্তাদের

এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷

A business man allegedly beaten by some local youths at Howrah
Published by: Sayani Sen
  • Posted:May 12, 2019 2:46 pm
  • Updated:May 12, 2019 2:46 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: রক্ষাকালী পুজো কমিটির সদস্যদের দাবিপূরণে ব্যর্থ হওয়ায় আক্রান্ত ব্যবসায়ী৷ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা হিসেবে ১০০ কেজি চিনি দাবি করেছিলেন ক্লাব সদস্যরা৷ কিন্তু অত পরিমাণ চিনি দিতে অস্বীকার করেন ব্যবসায়ী৷ তাতেই  বেধড়ক মারধরের মুখে পড়েন তিনি৷ ভাঙচুর করা হয় তাঁর দোকানপাটও৷ এই ঘটনায় পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী৷

[ আরও পড়ুন: কেশপুরে বাজেয়াপ্ত ভারতী ঘোষের গাড়ি, প্রতিবাদে মন্দিরে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর]

স্থানীয় ক্লাব সদস্যরা মিলে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে রক্ষাকালী পুজোর আয়োজন করেছিলেন৷ এলাকাবাসীদের কাছ থেকে তোলা চাঁদার টাকাতেই মূলত পুজো সমস্ত ব্যবস্থাপনা করা হয়৷ স্থানীয় ব্যবসায়ী সফিউল্লা কুরেশি ওরফে মুন্নার কাছ থেকে ১০০ কেজি চিনি দাবি করা হয়৷ ব্যাঁটরার মাকড়দহ রোডে দোকান রয়েছে তাঁর৷ ব্যবসায়ী সাফ জানিয়ে দেন, তাঁর পক্ষে ১০০ কেজি চিনি দেওয়া সম্ভব নয়৷ তা নিয়ে প্রথমে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা বাঁধে ওই ব্যবসায়ীর৷ ঘটনার জল গড়ায় ‘হামলা’ পর্যন্ত৷ অভিযোগ, শনিবার রাতে প্রায় ৪০-৫০ জন যুবক তাঁর দোকানে হামলা চালায়৷ বাধা দিতে গেলে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই ব্যবসায়ীকে৷ মারের চোটে নাক ফেটে গিয়েছে তাঁর৷ সেই সময় সফিউল্লার পকেটে থাকা ১৫ হাজার টাকা এবং ক্যাশ বাক্সে থাকা ১০ হাজার টাকা ওই যুবকেরা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ৷ ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা জড়ো হয়ে যান৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়  পুজো উদ্যোক্তারা৷ 

Advertisement

[ আরও পড়ুন: ভারতীকে ঘিরে বিক্ষোভ ঠেকাতে চার রাউন্ড গুলি দেহরক্ষীর, গুরুতর জখম এক]

ইতিমধ্যেই এই হামলার খবর পৌঁছায় কদমতলা ব্যবসায়ী সমিতির সদস্যদের কানেও৷ তড়িঘড়ি আক্রান্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা৷ লণ্ডভণ্ড দোকানের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন প্রত্যেকেই৷ এরপর আক্রান্ত ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ব্যাঁটরা থানায় যান তাঁরা৷ সেখানেই অভিযোগ দায়ের করে ব্যবসায়ী সমিতি৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement