Advertisement
Advertisement
মৃত

পুজো মণ্ডপের তার থেকে বাসে বিদ্যুৎসংযোগ, মৃত কন্ডাক্টর

ওই পুজো কমিটি আইন মেনে বিদ্যুৎ নিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

A bus conducter electrocuted in South 24 pargana's mandirbazar
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 4, 2019 8:38 pm
  • Updated:October 4, 2019 8:38 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুজো মণ্ডপের বিদ্যুৎবাহী তার থেকে বাসে বিদ্যুৎ সংযোগ হওয়ায় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কনডাক্টরের। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বিজয়গঞ্জ মোড় এলাকায়। অসুস্থ আরও একজন। এদিনের ঘটনায় মুহূর্তের মধ্যে পুজোর আনন্দ বদলে গিয়েছে বিষাদে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার। 

[আরও পড়ুন: বিজেপি নেতার পুজো উদ্বোধনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, জোর চর্চা রাজনৈতিক মহলে]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মন্দিরবাজারের বিজয়গঞ্জ মোড়ে রামগঙ্গা রুটের একটি বেসরকারি বাস ঘোরানো হচ্ছিল। সেই সময় এলাকার একটি দুর্গোৎসব পুজো কমিটির বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে বাসটি। সেই সময় বাসের কন্ডাক্টর রায়দিঘি থানার বাসিন্দা জাফর দপ্তরী ও বাসের আরও এক যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ই চিকিৎসকরা ওই বাসের কনডাক্টরকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাসযাত্রীর ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement

পুজো কমিটির বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মন্দিরবাজার থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আইনমাফিক বিদ্যুৎ নিয়েছিল কি না ওই পুজো কমিটি। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ দপ্তরের থেকে তথ্য পাওয়ার পরই ওই পুজো কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: মানুষ-বন্যপ্রাণ সংঘাত সমাধানে উদ্যোগী বনদপ্তর, চালু ২৪ঘণ্টার কন্ট্রোল রুম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement