প্রতীকী ছবি।
বিক্রম রায়, কোচবিহার: ফের রাজ্যে আত্মঘাতী জওয়ান। এবার ঘটনাস্থল কোচবিহারের শীতলকুচি। নিজের সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কিন্তু কেন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম এন এন স্বামী। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশে। কোচবিহারের শীতলকুচি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গাদোপোতায় ক্যাম্পে থাকতেন তিনি। অন্যান্য জওয়ানরা জানান, শুক্রবার ভোররাতে আচমকা গুলির শব্দ পান তাঁরা। তখনই দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এন এন স্বামী। তড়িঘড়ি সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কেন এমন ঘটনা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা হতে পরে বলে আশঙ্কা করছেন তাঁর সহকর্মীরা। এ বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, “শীতলকুচিতে বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.