Advertisement
Advertisement
A BSF constable missing from Murshidabad

জলপথে টহলদারির সময় নৌকাডুবি, এখনও নিখোঁজ বিএসএফ জওয়ান

ডুবুরি নামিয়ে গঙ্গায় জারি তল্লাশি।

A BSF constable missing from Murshidabad । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2021 4:52 pm
  • Updated:October 14, 2021 11:44 am  

শাহজাদ হোসেন, ফরাক্কা: সীমান্ত এলাকাকে দুষ্কৃতীদের কবলমুক্ত রাখাই তাঁর দায়িত্ব। তাই দিনরাত জেগে সীমান্ত এলাকার নিরাপত্তা দেখভাল করে বিএসএফ (BSF)। নিজের দায়িত্ব পালন করতে গিয়েই নিখোঁজ এক বিএসএফ জওয়ান।

নিখোঁজ বিএসএফ জওয়ান ৭৮ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল সিলেন্দার দুবে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতির ছাবঘাটি পুরাতন হাট গঙ্গার ঘাটে জলপথে পাহাড়া দিয়েছিলেন। আচমকাই নৌকাডুবি হয়। সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন তিনি। তবে পারেননি। পরিবর্তে গঙ্গায় তলিয়ে যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: অভিযুক্তকে জেরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু উল্টোডাঙা থানার সাব ইনস্পেক্টরের]

রাত কেটে সকাল হয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি তাঁর। গঙ্গায় বিএসএফ জওয়ানের খোঁজ শুরু হয়। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই আধিকারিকের।

এই ঘটনাকে কেন্দ্র করে হাজারও প্রশ্নের ভিড়। প্রশ্ন উঠছে নৌকাডুবি কি নিছক দুর্ঘটনা?  নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও চক্রান্ত? যদিও তা খতিয়ে দেখা হচ্ছে। 

Weather Update: মহাষ্টমীতে মেঘলা আকাশ, রাজ্যের ৭ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement