নন্দন দত্ত, সিউড়ি: রোজকার মতোই রবিবার দুপুরবেলা বন্ধু শেখ শাহরুখের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ফারহাদ৷ কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা, রাত্রি হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে৷ খোঁজ পড়ে যায় গ্রামে৷ অবশেষ সোমবার সকালে উদ্ধার হল ওই পঞ্চম শ্রেণির কিশোর ফারহাদের মৃতদেহ৷ আশ্চর্যজনকভাবে পুলিশে কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার৷ সূত্রের খবর, স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে দুই পরিবার এবং পুলিশ৷
[একই পাড়ায় বিয়েতে ‘অপরাধ’! মোড়লদের নিদানে একঘরে পরিবার]
ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত গরুইঝোরা গ্রামে৷ ওই গ্রামের বাসিন্দা শেখ শাহরুখ ও ফারহাদ খুব ভাল বন্ধু৷ রবিবার দুপুরে শাহরুখের সঙ্গেই সাইকেল নিয়ে ঘুরতে যায় ফারহাদ৷ সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেনি সে৷ চিন্তায় খোঁজ শুরু করে তার পরিবার৷ তন্নতন্ন করে খোঁজা হয় গ্রামের সমস্ত ঝোপঝাড় ও রেলস্টেশন৷ সন্ধ্যায় গ্রামের ক্যানেলের কাছ থেকে উদ্ধার হয় ফারহাদের সাইকেল ও চটি৷ এরপরেই চিন্তিত পরিবার সিউড়ি থানার দ্বারস্থ হয়৷ যৌথ তদন্তে নামে পুলিশ ও দমকল৷ ক্যানেলের জল সরবরাহ ব্যবস্থা বন্ধ করে খোঁজ চলে৷ কিন্তু কিছুই না মেলায় হতাশ হয়েই ফিরতে হয় পুলিশ ও দমকল কর্মীদের৷
[দেনার দায়, যমজ শিশুকন্যাকে বিক্রি করে হাজতে বাবা]
অবশেষ সোমবার সিঙ্গুর গ্রামের চেকগেটের কাছ থেকে উদ্ধার হয় ফারহাদের মৃতদেহে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে৷ শোকে ভেঙে পড়ে ফারহাদের পরিবার৷ জানা গিয়েছে, ঘটনার পর থেকেই কোনও পাত্তা ছিল না শাহরুখ ও তার পরিবারের৷ তবে সোমবার সকালে তারা গ্রামে ফিরে আসে। ঘটনায় পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করেনি মৃত ফারহাদের পরিবার৷ তারা এটাকে নিছকই দুর্ঘটনা বলেই দাবি করছে৷ তবে অনেকের মনেই এই ঘটনাকে কেন্দ্র করে বহু প্রশ্ন তৈরি হয়েছে৷ শাহরুখ জানিয়েছে, রবিবার বিকালে সাঁকোর কাছে গিয়ে তাকে ম্যাজিক দেখাতে চায় ফারহাদ৷ কিন্তু তা দেখতে চায়নি সে৷ চলে আসে সেখান থেকে৷ এরপর থেকেই তার সঙ্গে ফারহাদের আর দেখা হয়নি৷
ছবি: বাসুদেব ঘোষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.