Advertisement
Advertisement

Breaking News

A boy accidentally touch bomb while playing in Basirhat

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, উড়ল স্কুলছাত্রের হাত

বছর নয়েকের ওই শিশু বর্তমানে আর জি কর হাসপাতালে ভরতি।

A boy accidentally touch bomb while playing in Basirhat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 30, 2023 1:09 pm
  • Updated:July 30, 2023 1:25 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ফের বিপত্তি। বোমার ঘায়ে হাত উড়ল স্কুলছাত্রের। বছর নয়েকের ওই শিশু বর্তমানে আর জি কর হাসপাতালে ভরতি। এই ঘটনায় বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলবাগানে ব্যাপক চাঞ্চল্য। কে বা কারা বোমাগুলি রেখেছিল, তা এখনও জানা যায়নি।

জখম ইউসুফ মণ্ডল, বসিরহাট পুরসভা ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার বাসিন্দা। রবিবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশের বাগানে খেলছিল সে। হঠাৎই বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে শুরু করে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তাতে তার ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মক জখম হয়।

Advertisement

[আরও পড়ুন: ১৫ ঘণ্টা পার, এখনও জ্বলছে বারুইপুরের প্লাস্টিক কারখানা]

খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছয়। জখম শিশুকে উদ্ধার করে প্রথমে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা বোমা মজুত করে রাখল, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: চোখ মেলে তাকালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement