Advertisement
Advertisement

ঘরে ঢুকে বিজেপি কর্মীকে গুলি করে খুন, চাঞ্চল্য শান্তিপুরে

শান্তিপুর থানায় বিক্ষোভ, পথ অবরোধ।

A BJP worker shot dead in Nadia's Shantipur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2018 2:41 pm
  • Updated:May 24, 2018 2:41 pm  

বিপ্লব দত্ত, নদিয়া: পঞ্চায়েত ভোটের পর থেকে ঘরছাড়া ছিলেন বলে অভিযোগ। বাড়িতে ফিরতেই খুন হয়ে গেলেন এক বিজেপি কর্মী। পরিবারের অভিযোগ, ঘরে ঢুকে তাঁকে গুলি করেছে খুন করেছে শাসক আশ্রিত দুষ্কৃতীরা। যদিও বিরোধী দলের কর্মীকে খুন করার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

[হাসনাবাদ থেকে গ্রেপ্তার ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্ত কওসর আলি ঢালি]

Advertisement

শান্তিপুরের মেলেরমাঠপাড়া এলাকার বাসিন্দা বিপ্লব শিকদার। এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত ছিলেন তিনি। সুতোয় রং করে জীবিকা নির্বাহ করতেন বিপ্লববাবু। পরিবারের লোকেদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় থেকেই ওই বিজেপি কর্মীকে লাগাতার হুমকি দিচ্ছিলেন শাসকদলের কর্মী-সমথর্করা। ভোট মিটতেই ভয়ে বাড়ি ছাড়েন বিপ্লব। আত্মীয়ের বাড়িতে থাকছিলেন তিনি। দিন কয়েক আগে নিজের বাড়িতে ফিরেছিলেন বিপ্লব শিকদার। পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁদের বাড়িতে চড়াও হন রথীন দেবনাথ, অমিত বিশ্বাস, বিকাশ রায় সুজিত রায় ও সেন্ট সরকার নামে ৫ জন তৃণমূল কর্মী। তারা সকলেই শান্তিপুর শহরের নতুন পাড়ার বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে বিপ্লব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তারা। বিপ্লব শিকদারের বুকে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু, ওই বিজেপি কর্মীকে বাঁচানো যায়নি। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরই চম্পট দেয় অভিযুক্তরা। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শান্তিপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। শহরের ডাকঘর মোড়ে পথ অবরোধও হয়।

ছবি: সুজিত মণ্ডল

[বর্ধমানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্য, আইপিএল বেটিংকে দুষছে পরিবার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement