Advertisement
Advertisement

Breaking News

বিজেপি কর্মী

প্রধানমন্ত্রীর সভার পর অশান্তি-সংঘর্ষ, কোচবিহারে নিহত বিজেপি কর্মী

দলীয় কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির অভিযোগ-পালটা অভিযোগের পালা৷

A bjp worker allegedly killed by tmc worker in Coochbihar
Published by: Sayani Sen
  • Posted:April 7, 2019 3:24 pm
  • Updated:April 17, 2019 4:04 pm  

Cooch Behar

বিক্রম রায়, কোচবিহার: প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে অশান্তি ছড়াল কোচবিহারের এক নম্বর ব্লকের চাঁদামারিতে৷ এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক টানাপোড়েন৷ গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরে মাথায় চোট পেয়েছিলেন প্রদীপ মণ্ডল নামে ওই বিজেপি কর্মী৷ তাতেই মারা গিয়েছেন তিনি৷ যদিও তৃণমূল এই দাবি নস্যাৎ করেছে৷ বিজেপি-তৃণমূল যখন নিজেদের মধ্যে অভিযোগ-পালটা অভিযোগে সরব, তখন নিহত বিজেপি কর্মীর পরিবারের গলায় অন্য সুর৷ তাঁদের দাবি, সভা যোগ দিতে যাওয়ার সময় নিছক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ওই যুবকের৷ পরিবার এবং দলীয় নেতৃত্বের দু’রকম বয়ান  নিয়েই তৈরি হয়েছে জটিলতা৷ 

Advertisement

[ আরও পড়ুন: একাধিক ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা, কোচবিহারে প্রচারে ঝড় মোদির]

কোচবিহার এবং আলিপুরদুয়ার দিয়ে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটাভুটি৷ তার আগে উত্তরকে পাখির চোখ হিসাবে বেছে নিয়েছে রাজনৈতিক নেতৃত্ব৷ প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গে চলছে হাইভোল্টেজ ভোটের প্রচার৷ মাত্র চারদিনের ব্যবধানে রবিবার আবারও ভোটপ্রচারে কোচবিহারে সভা করেছেন নরেন্দ্র মোদি৷ এদিন সকাল সাড়ে দশটার কিছুক্ষণ পর নাগাদ রাসমেলা মাঠে একটি সভা করেন তিনি৷ বিভিন্ন প্রান্তের বহু বিজেপি প্রার্থী সভায় যোগ দিতে যান৷ প্রদীপ মণ্ডল নামে এক সক্রিয় কর্মীও ওই সভায় যোগ দিতে যাচ্ছিলেন৷ দলীয় নেতৃত্বের অভিযোগ, সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রদীপের রাস্তা আটকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী -সমর্থক৷ সভায় যেতে বারণ করা হয় তাঁকে৷ তবে বাধা অগ্রাহ্য করায় তৃণমূল কর্মী-সমর্থকরা প্রদীপকে বেধড়ক মারধর করে৷ মাথায় গুরুতর চোট পান তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ প্রদীপের মৃতদেহ জেলা বিজেপি কার্যালয়ে নিয়ে আসার ব্যবস্থাপনা শুরু করে দিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা৷

[ আরও পড়ুন: ‘দিল্লির বাবুরা পাহাড় জ্বালায়’, নির্বাচনী প্রচারে নাম না করে মোদিকে কটাক্ষ মমতার]

ভোটের আবহে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷ বিজেপির অভিযোগ এক্কেবারেই নস্যাৎ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলকে মারধর করা হয়নি বলেই দাবি ঘাসফুল শিবিরের৷ নিহতের পরিবারের দাবিও একইরকম৷ মৃতের ভাই বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় যোগ দেওয়ার জন্য বাসে উঠেছিলেন প্রদীপ৷ ধাক্কাধাক্কিতে আচমকাই বাস থেকে পড়ে যান৷ সেই সময় মাথার পিছনের দিকে চোট পান৷ অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান প্রদীপ৷’’ এই ঘটনায় বিজেপির তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ শুধু চাঁদমারিই নয়, দিনহাটাতেও বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ৷ এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷

ছবি: দেবাশিস বিশ্বাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement