Advertisement
Advertisement

Breaking News

BJP worker Murder TMC

রাজ্যে ফের ‘খুন’ বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির

বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

A BJP worker allegedly killed by TMC in West Bengal ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 20, 2020 12:16 pm
  • Updated:September 20, 2020 12:23 pm  

সৈকত মাইতি, তমলুক: ফের বাংলায় বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের (East Medinipur) ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর। দীপক মণ্ডল নামে ওই বিজেপি কর্মীকে বোমার ঘায়ে খুন করা হয় বলেই অভিযোগ। শনিবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালেও থমথমে গোটা এলাকা। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি।

নিহত বিজেপি (BJP) কর্মীর পরিবারের দাবি, শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের শিশুশিক্ষা পল্লির মাঠে একটি খেলার প্রতিযোগিতা ছিল। ওই প্রতিযোগিতা দেখতে যাওয়ার জন্য বিকেলে বাড়ি থেকে বেরোন তিনি। সেখানে গিয়ে খেলাও দেখেন। রাতে বাড়ির ফেরার পথেই ঘটল অঘটন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বেশ কয়েকজন মোটর বাইক চড়ে আসা যুবক দীপর মণ্ডলের পথ আটকায়। তাঁকে বেধড়ক মারধর করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে লক্ষ্য করে বোমাও ছোঁড়ে। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দীপকের দেহ। ওই এলাকায় ফেলে রেখেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চম্পট দেয় বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ৪ জেলায় মডিউল বানিয়ে সেনার উপরে হামলার ছক ছিল ধৃত আল কায়দা জঙ্গিদের]

এদিকে, রাত বাড়লেও বাড়িতে ছেলে না ফেরায় পরিজনেরা চিন্তাভাবনা শুরু করেন। গভীর রাতে বাড়িতে খবর যায় রাস্তার মাঝে পড়ে রয়েছেন দীপক। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ওই বিজেপি কর্মীর পরিজনেরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান বোমার ঘায়ে মৃত্যু হয়েছে দীপকের। এরপর সবং এবং ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে চলছে অভিযোগ ও পালটা অভিযোগের পালা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বিজেপি কর্মীর খুনের জন্য তৃণমূল (TMC) নেতাকর্মীদেরই দায়ী করেছেন। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ময়না ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকার বলেন, “নিজেরাই ফুর্তি করতে গিয়ে গণ্ডগোল করেছে। ওদের কাছে বোমা ছিল। ওরাই খুন করেছে।  ময়না বরাবরই উপদ্রুত এলাকা। এর আগেও একাধিকবার গণ্ডগোল হয়েছে। আমাদের শতাধিক কর্মী সমর্থক বাড়ি ফিরতে পারছেন না। ময়নাকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানাই।” জেলা তৃণমূলের মুখপাত্র মধুরিমা মণ্ডল বলেন, “এই ঘটনায় তৃণমূল যুক্ত নয়। বিজেপিই দলীয় কর্মী খুনে জড়িত।”

[আরও পড়ুন: ‘বাংলার সংস্কৃতি সম্পর্কে মোদির অশ্রদ্ধা বেরিয়ে পড়েছে’, পুজোয় NET নিয়ে তোপ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement