Advertisement
Advertisement
BJP worker allegedly killed by TMC

বৃদ্ধাকে ‘খুন’ তৃণমূল কর্মীর, প্রতিবাদে যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও স্থানীয়দের

খুনের কারণ নিয়ে অব্যাহত ধোঁয়াশা।

A BJP worker allegedly killed by TMC in Gaighata । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2023 11:05 am
  • Updated:September 29, 2023 1:29 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু? বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনার গাইঘাটার মানিক হীরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

নিহত ষাটোর্ধ্ব কানন রায়কে বুধবার রাতে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি করতেন। নিহতের পরিবারের দাবি, স্থানীয় যুবক সমীর মল্লিক তাঁকে খুন করেছে। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সমীর। অভিযোগ, অন্যান্য দিনের মতো বুধবারও সমীর গালিগালাজ করে৷ তার প্রতিবাদ করেন বৃদ্ধার ছেলে জয়ন্ত৷

Advertisement

[আরও পড়ুন: চলছে ‘নজরদারি’, গোপনীয়তা বজায় রাখতে রাজভবন থেকে পুলিশ হঠালেন বোস]

সমীর সদলবলে বৃদ্ধার জয়ন্তের উপর চড়াও হয়। জয়ন্তর স্ত্রী এবং মাকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারধর করে বলেই অভিযোগ৷ ঘটনাস্থলেই কাননদেবী লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷

রাজনৈতিক শত্রুতার জেরে সমীর ওই বৃদ্ধাকে খুন করেছে বলেই অভিযোগ। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি নিরুপম রায়ের মদতে এই কাজ সে করেছে বলেই দাবি বৃদ্ধার পরিবারের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা নিরুপম রায়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান৷ তাঁকে পরে পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পড়ুয়া খুনে শোকপ্রকাশ, মণিপুরে ‘ন্যায়বিচার’ চেয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement