ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিচাল ডেস্ক: সন্দেশখালি, ভাটপাড়ার পর এবার আমডাঙা। বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার আমডাঙার বইচগাছি এলাকায়। অভিযোগ, বিজেপি কর্মী হওয়ার কারণেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। যদিও ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন বলে দাবি পুলিশের।
জানা গিয়েছে, একসময়ে সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন নাজিমুল করিম নামে ওই ব্যক্তি। লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। শুক্রবার রাতে ওষুধ কিনতে বেরিয়েছিলেন নাজিমুল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁর পথ আটকায়। কাঠ ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি নাজিমূলকে উদ্ধার করে প্রথমে আমডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে আরজিকর হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় নাজিমুল করিমের। খবর পেয়ে শুক্রবার রাতেই বইচগাছি এলাকায় যায় পুলিশ। অভিযোগ, সেখানে ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও।
যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম নাজিমুল করিম নয়, আকবর আলি মণ্ডল। পুলিশের দাবি, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বচসায় জড়িয়ে পড়েছিল ২ ব্যক্তি। সেই বচসার জেরেই শুরু হয় হাতাহাতি। তাতেই মৃত্য হয়েছে ওই ব্যক্তির। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মী হওয়ার কারণেই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, শনিবার সাড়ে তিনটে নাগাদা আমডাঙা নিয়ে যাওয়া হবে নাজিমুল করিমের দেহ। শনিবার বিকেলে আমডাঙা যাবেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিকেলে মৃত বিজেপি কর্মীর দেহ নিয়ে এলাকায় একটি মিছিল করা হবে বলে সূত্রের খবর। যদিও বিজেপির ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.