Advertisement
Advertisement
বিজেপি কর্মী খুন

দলীয় কর্মী খুন, প্রতিবাদে রানাঘাট-শিয়ালদহ শাখায় রেল অবরোধ বিজেপির

ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে৷

A BJP worker allegedly killed by some goons in Nadia
Published by: Sayani Sen
  • Posted:May 25, 2019 8:59 am
  • Updated:May 25, 2019 11:08 am  

সুবীর দাস, কল্যাণী: ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে সদ্যই৷ তারপর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে গন্ডগোল৷ সংঘর্ষ, হানাহানির মতো ঘটনা লেগেই রয়েছে৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই ঘটেছে প্রাণহানি৷ কেশপুর, কাঁকিনাড়া, সিতাইয়ের পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত চাকদহ৷ দলীয় কর্মীকে খুনের প্রতিবাদে রাতেই চাকদহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা৷ শনিবার সকাল থেকে রানাঘাট-শিয়ালদহ শাখার চাকদহ এবং শিমুরালি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা৷ আপাতত আপ এবং ডাউন লাইনে ব্যাহত রেল চলাচল৷ গন্তব্যে পৌঁছাতে নাজেহাল যাত্রীরা৷

[ আরও পড়ুন: জিতেই আস্ফালন, খাদ্যমন্ত্রীকে গেরুয়া হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর হুমকি শান্তনু ঠাকুরের]

শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এলাকারই একটি মাঠে যাচ্ছিলেন সন্তু ঘোষ৷ অভিযোগ, চাকদহের গৌড়পাড়া তপোবন স্কুলের কাছে তাঁকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়৷ বছর বাইশে সন্তুর গলায় গুলি লাগে৷ গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে যান৷ ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে করতে রাস্তাতেই মারা যান সন্তু৷ নিহতের পরিবার সূত্রে খবর, লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই যুবক৷ দেওয়াল লিখন থেকে প্রচার দলের যেকোনও কর্মসূচি সক্রিয় ভূমিকা ছিল তাঁর৷ পরিজনদের অভিযোগ, ফলাফল প্রকাশের আগে থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল তাঁকে৷ তার রেশ টেনেই পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্তুকে খুন করেছে৷

Advertisement

[ আরও পড়ুন: গেরুয়া ঝড়ে দুর্বল বাঘমুন্ডির ‘বাঘ’, জামানত খোয়ালেন কংগ্রেসের নেপাল মাহাতো]

এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ সন্তুর খুনের ঘটনায় যদিও এখনও পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি৷ এদিকে, অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে শুক্রবার রাত থেকে চাকদহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা৷ শনিবার সকাল থেকে রানাঘাট-শিয়ালদহ শাখার চাকদহ এবং শিমুরালি স্টেশনেও রেল অবরোধ করেন তাঁরা৷ অবরোধের জেরে আপ এবং ডাউন লাইনে বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল৷ সকাল সকাল গন্তব্যে পৌঁছাতে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement